Royal Enfield Aurora নাকি Honda Legacy Edition? পুজোয় কোন বাইকে ভাল মানাবে আপনাকে

ক্রুজার মোটরসাইকেলের দুনিয়ার রশি নিজের হাতে নিতে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) এই সপ্তাহে Meteor 350-এর Aurora ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। দর্শনের দিক থেকে যতটাই আকর্ষণীয়, ঠিক ততটাই আরামদায়ক ভাবে চালানো যাবে এটি। বাইকটির দাম ভারতে ২.২ লাখ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। এটি তিনটি কালার অপশনে হাজির হয়েছে – অরোরা গ্রীন, অরোরা ব্লু এবং অরোরা ব্ল্যাক। এখন বিষয় হচ্ছে, প্রায় সমান মূল্যে এই বাইকটির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে ক’দিন বাজারে আসা নতুন Honda H’ness CB350 Legacy Edition। চলুন মাঝারি ওজনের এই ক্রুজার মোটরসাইকেল দুটির মধ্যে কোনটি কার থেকে এগিয়ে তা দেখে নেওয়া যাক।

H’ness CB350-র দর্শন অধিক আবেদনময়ী

Royal Enfield Meteor 350 Aurora-তে টিয়ার-ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, একটি গোলাকৃতি এলইডি হেড ল্যাম্প, একটি উঁচু হ্যান্ডেলবার, স্প্লিট টাইপ টুরিং সিট, একটি বৃহৎ উইন্ড স্ক্রিন, ট্রিপার পড নেভিগেশন এবং একটি এলইডি টেলল্যাম্প বর্তমান। অন্যদিকে Honda H’ness CB350 Legacy Edition-এ উপস্থিত বোল্ড গ্রাফিক্স যুক্ত ফুয়েল ট্যাঙ্ক, লিগেসি এডিশন ব্যাজ, অল এলইডি লাইটিং সেটআপ, একটি চওড়া হ্যান্ডেলবার, আপসোয়েপ্ট এগজস্ট এবং ডিজাইনার অ্যালয় হুইল।

H’ness CB350-এ আছে Honda Selectable Tork Control

রাইডারের সু্রক্ষা বর্ধক ফিচার হিসেবে Meteor 350 Aurora ও H’ness CB350 Legacy Edition, উভয় বাইকে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস সমেত দু’চাকায় ডিস্ক ব্রেক। যদিও হোন্ডার বাইকে সংস্থার সিলেক্টেবল টর্ক কন্ট্রোল বর্তমান। সাসপেনশনের দায়িত্ব সামলাতে দুই ক্রুজার বাইকেই উপস্থিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল শক রিয়র অ্যাবজর্বার।

H’ness CB350 Legacy Edition-এর ইঞ্জিন বেশি শক্তিশালী

Royal Enfield Meteor 350 Aurora একটি ৩৪৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, J-সিরিজ ইঞ্জিনে ছুটবে। যা থেকে সর্বোচ্চ ২০ এইচপি শক্তি ও ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। যেখানে H’ness CB350 Legacy Edition-তে উপস্থিত ৩৪৮.৬ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-কুল্ড মোটর থেকে ২০.৮ এইচপি শক্তি ও ৩০ এনএম টর্ক পাওয়া যায়। দুই বাইকেই আছে ৫-গতির গিয়ার।

কোনটি কিনলে লাভবান হবেন?

ভারতে Royal Enfield Meteor 350 Aurora-র দাম ২.২ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। যেখানে Honda H’ness CB350 Legacy Edition কিনতে ২.১৬ লাখ টাকা (এক্স-শোরুম) খরচ পড়ে। আমাদের মতে, হোন্ডার স্পেশাল এডিশন বাইকটি উন্নত ইঞ্জিন, দারুণ লুকস ও সেফটি ফিচার্সের গুণে মিটিওর অরোরা ভার্সনের তুলনায় এগিয়ে।