Redmi Note 12S: রেডমির সুপারহিট ফোনের নতুন মডেলের লঞ্চ শীঘ্রই, ফিচার প্রকাশ্যে এল

Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi শীঘ্রই একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে গ্লোবাল মার্কেটে। যেগুলি হল – Redmi A2, Redmi 12C, এবং Redmi Note 12 সিরিজ। সূত্রের খবর, Note 12 লাইনআপের অধীনে সংস্থাটি একটি ‘ব্র্যান্ড নিউ’ মডেল বাজারে আনার পরিকল্পনা করছে, যা Redmi Note 12S নামে বাজারজাত হতে পারে। টিপস্টার ক্যাসপার স্ক্রজিপেক এমনই দাবি করেছেন। তিনি আলোচ্য ডিভাইসটির নাম প্রকাশ্যে নিয়ে আসার পাশাপাশি, এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন এবং ফিচার সম্পর্কিত তথ্যও বিশদে শেয়ার করেছেন। যার দরুণ জানা গিয়েছে যে, উল্লিখিত প্রথম দুটি মডেল চলতি মাস বা এপ্রিল নাগাদ ইউরোপীয় বাজারে লঞ্চ হবে। আর Redmi Note 12S ফোনটি ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের মধ্যে আত্মপ্রকাশ করবে। নির্দিষ্টভাবে বললে মে মাসেই।

Redmi Note 12S এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে লঞ্চ হবে

টিপস্টার ক্যাসপার স্ক্রজিপেক এর মতে, রেডমি নোট ১২এস স্মার্টফোনকে সম্ভবত “সি” (Sea) এবং “ওশান” (Ocean) কোডনেমের সাথে নিয়ে আসা হবে। এই কোডনেমগুলির মধ্যে একটি এনএফসি (NFC) ফিচার সমর্থিত বিকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে। আর অন্যটিতে এনএফসি (NFC) সমর্থন পাওয়া যাবে না। লঞ্চ বিষয়ে টিপস্টারের দাবি, শাওমি তাদের এই আপকামিং স্মার্টফোন মডেলটিকে মে মাসের মাঝামাঝি সময়ে কেনার জন্য উপলব্ধ করবে।

টিপস্টার আরো দাবি করেছেন যে, Redmi Note 12S স্মার্টফোনটি মিডিয়াটেক চিপসেট দ্বারা চালিত হবে। যদিও কোন প্রসেসর ব্যবহার করা হবে সেই সম্পর্কে তিনি নিশ্চিত নন বলে জানিয়েছে। ফলে ডিভাইসটি পুরোনো প্রজন্মের ৪জি নাকি নয়া ৫জি নেটওর্য়াক কোনটি সাপোর্ট করবে তাও এখনো স্পষ্ট নয়।

যাইহোক রেডমি নোট ১২এস, গত বছর জানুয়ারি মাসে লঞ্চ হওয়া Redmi Note 11S স্মার্টফোনের উত্তরসূরি হিসাবে আত্মপ্রকাশ করবে। যা ভালই সাড়া ফেলেছিল বাজারে এবং সুপারহিট হিসাবে পরিচিতি পায়। এক্ষেত্রে অনুমান, আসন্ন ফোনটি হয়তো পূর্বসূরির থেকে কিছু ফিচার ধার করবে। তাই চলুন একবার রেডমি নোট ১১এস স্মার্টফোনের ফিচার তালিকায় নজর বুলিয়ে নেওয়া যাক।

Redmi Note 11S স্পেসিফিকেশন

মিড-রেঞ্জে আসা রেডমি নোট ১১এস ৫জি ফোনে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে।যা ৪০৯ পিপিআই পিক্সেল ঘনত্ব, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট, ৪,৫০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, ১,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে৷ এছাড়া, এই ডিসপ্লে DCI-P3 কালার গ্যামেট, রিডিং মোড ৩.০ এবং সানলাইট ডিসপ্লে ফিচারও সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এটি মিডিয়াটেক হেলিও জি৯৮ প্রসেসর সহ এসেছে।

অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন পাওয়া যাবে। ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বর্তমান। ফটোগ্রাফির জন্য ফোনটিতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হল – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেথ সেন্সর।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে থাকছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য, রেডমি নোট ১১এস ৫জি ফোনে ৩৩ ওয়াট প্রো ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। আর নিরাপত্তার জন্য, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত থাকছে।