Bajaj Auto January Sales: বিক্রি ও রপ্তানি, দুই ক্ষেত্রেই ধাক্কা খেল বাজাজ, গত মাসে সেলসে 15% পতন

১,৪৯,৬৫৬টি গাড়ি (ব্যক্তিগত ও বানিজ্যিক) বিক্রি করেছে বাজাজ। অথচ ২০২১-এর জানুয়ারিতে সেই সংখ্যাটা ছিল ১,৭০,৭৫৭। অর্থাৎ বিক্রিতে ১২ শতাংশ পতন।

আবার গত বছর একই সময়ে ২,৫৪,৪৪২ ইউনিট বাইরে রপ্তানি করেছিল সংস্থা। গত মাসে সেটা কমে দাঁড়িয়েছে ২,১৩,৭৮৭। অর্থাৎ ঋণাত্বক বৃদ্ধি ১৬ শতাংশ। যদি শুধু দু’চাকার প্রসঙ্গে আসি, তাহলে গত মাসে ভারতের বাজারে বাজাজের টু-হুইলার বিক্রি ১,৩৫,৪৯৬ ইউনিটে নেমে এসেছে। ২০২১-এর জানুয়ারিতে যেটা ছিল ১,৫৭,৪০৪।

রপ্তানিও তলানিতে৷ জানুয়ারিতে ১,৮৭,৯৩৪টি টু-হুইলার এক্সপোর্ট করেছে বাজাজ। গত বছর একই সময়ে যে সংখ্যাটা দাঁড়িয়েছিল ২,২৭,৫৩২ ইউনিট। অর্থাৎ গত বছরের জানুয়ারির তুলনায় রপ্তানিতে ১৭% পতন। অন্য দিকে, বাণিজ্যিক গাড়ির রপ্তানিও কিছুটা কমেছে। জানুয়ারিতে রপ্তানির পরিমাণ ২৫,৮৫৩ ইউনিট৷ ২০২১-এর জানুয়ারি মাসে যা ছিল ২৬,৯১০ ইউনিট।

তবে দেশের বাজারে বাণিজ্যিক গাড়ির বিক্রয় সামান্য বাড়ায় কিছুটা আশার সঞ্চার করেছে। ২০২১-এর জানুয়ারিতে বাজাজ ১৩,৩৫৩টি কমার্শিয়াল গাড়ি বিক্রি করেছিল। গত মাসে সেটা বেড়ে হয়েছে ১৪,১৬০ ইউনিট।