শুধু 5G নয়, Redmi Note 13 4G সিরিজের লঞ্চও এবার নিশ্চিত, ফাঁস হল সমস্ত ফিচার্স

Redmi Note 13 5G আগামী ৪ জানুয়ারী ভারতে লঞ্চ হওয়ার জন্য একেবারে প্রস্তুত৷ Redmi Note 13 5G, Redmi Note 13 Pro 5G, ও Redmi Note…

Redmi Note 13 5G আগামী ৪ জানুয়ারী ভারতে লঞ্চ হওয়ার জন্য একেবারে প্রস্তুত৷ Redmi Note 13 5G, Redmi Note 13 Pro 5G, ও Redmi Note 13 Pro+ 5G নামে তিনটি মডেল আনবে তারা। আবার, গ্লোবাল মার্কেটে শুধু 4G সাপোর্ট সহ Redmi Note 13 সিরিজ আসবে বলেও শোনা যাচ্ছে। ভারতে Redmi Note 13 5G সিরিজে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকলেও, বিশ্ব বাজার Note 13 লাইনআপে Redmi Note 13 (4G) এবং Redmi Note 13 Pro (4G) মডেলগুলি থাকবে। Redmi Note 13 4G সিরিজ লঞ্চের তারিখ এখনও ঘোষণা না হলেও, সম্পূর্ণ স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে।

Redmi Note 13 (4G): স্পেসিফিকেশন এবং ফিচার

টিপস্টার সুধাংশু আম্ভোরে তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে আসন্ন রেডমি নোট ১৩ ৪জি সিরিজের বিস্তারিত স্পেসিফিকেশন শেয়ার করেছেন। তার পোস্ট অনুযায়ী, রেডমি নোট ১৩-এ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এই ৮-বিট প্যানেলটি, ফুল এইচডি+ (২,৪০০ × ১,০৮০ পিক্সেল) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,২০০ নিট এইচবিএম ব্রাইটনেস, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামট, এবং কর্নিং গরিলা গ্লাস ৩-এর সুরক্ষা অফার করবে।

রেডমি নোট ১৩ ৪জি ৬ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে অ্যাড্রেনো ৬১০ জিপিইউ যুক্ত থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) সফ্টওয়্যার স্কিনে রান করবে। ফটোগ্রাফির জন্য, নোট ১৩ ৪জি-এর রিয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অবস্থান করবে।

আর ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, রেডমি নোট ১৩ ৪জি-তে ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে, যা ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টের মাধ্যমে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, নিরাপত্তার জন্য Redmi Note 13 (4G)-এ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি এআই (AI) ফেস আনলক ফিচার থাকবে। অডিওর জন্য, হ্যান্ডসেটটিতে ডলবি অ্যাটমস (Dolby Atmos), ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক সহ স্টেরিও স্পিকার সেটআপ দেখা যাবে। ফোনটি আইপি৫৪ (IP54) রেটেড চ্যাসিস সহ আসবে এবং মাইক্রোএসডি কার্ড স্লট অফার করবে।

Redmi Note 13 Pro (4G): স্পেসিফিকেশন এবং ফিচার

Redmi Note 13 Pro (4G)-এ ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ (২,৪০০ × ১,০৮০ পিক্সেল) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,০০০ নিট এইচবিএম উজ্জ্বলতা, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামট এবং কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন অফার করবে। এই রেডমি ডিভাইসটি MediaTek Helio G99 Ultra প্রসেসর এবং Mali G57 জিপিইউ দ্বারা চালিত হবে।এবং অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) সফ্টওয়্যার স্কিনে রান করবে।

ক্যামেরার ক্ষেত্রে, Redmi Note 13 Pro (4G)-এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ১/১.৪-ইঞ্চির সেন্সর সাইজ এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ২০০ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অবস্থান করবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 13 Pro (4G)-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

নিরাপত্তার জন্য, ডিভাইসটিতে মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। উন্নত অডিও এক্সপেরিয়েন্সের জন্য, Redmi Note 13 Pro (4G)-এ ডলবি অ্যাটমস (Dolby Atmos) অডিও সহ স্টেরিও স্পিকার সেটআপ এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অন্তর্ভুক্ত থাকবে। Redmi Note 13 Pro (4G) ডুয়েল-সিম, 4G, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.২, এনএফসি, আইআর (IR) ব্লাস্টার, জিপিএস এবং গ্লোনাস অফার করবে।