Redmi Note 13 5G new Chromatic Purple colour launched in india price specifications

নতুন লুকে হাজির ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 13 5G ফোন, পাবেন হাজার টাকা ছাড়

Xiaomi আজ Redmi Note 13 5G স্মার্টফোনের একটি নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। জানিয়ে রাখি রেডমির এই সিরিজ বাজারে খুব জনপ্রিয়তা পেয়েছে। এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষ এই সিরিজের ফোন কিনেছেন। আর এই জনপ্রিয়তা আরও বাড়াতে সংস্থাটি সিরিজের বেস মডেলকে ক্রোম্যাটিক পার্পেল কালারে লঞ্চ করেছে। এই রঙে Redmi Note 13 5G ফোনকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল এই সিরিজের স্মার্টফোনগুলি। আসুন জেনে নেওয়া যাক Redmi Note 13 5G এর Chromatic Purple কালার ভ্যারিয়েন্টের দাম ও ফিচার।

Redmi Note 13 5G ফোনের নতুন কালার ভ্যারিয়েন্টের দাম

Redmi Note 13 5G এখন নতুন Chromatic Purple কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। শাওমির অফিসিয়াল ওয়েবসাইট, অ্যামাজন, ফ্লিপকার্টের পাশাপাশি এমআই হোম এবং অনুমোদিত রিটেল শপের মাধ্যমে আপনি এই ফোনটি কিনতে পারবেন। Redmi Note 13 5G এর ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট বর্তমানে ফ্লিপকার্টে ১৫,৯৭০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে লঞ্চের সময় এই মডেলের মূল্য ধার্য করা হয়েছিল ১৬,৯৯৯ টাকা। এর পাশাপাশি, আপনি অ্যাক্সিস, এইচডিএফসি, আইসিআইসিআই এবং এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে ফোন কিনলে ১,৫০০ টাকা ছাড় পাবেন।

Redmi Note 13 5G স্মার্টফোনের নতুন কালার ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন

রেডমি নোট ১৩ ৫জি ফোনে ১০৮০x২৪০০ পিক্সেল রেজোলিউশনের ৬.৬৭-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে আছে। এই মডেলটি এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা নোট সিরিজের ফোন, যার পরিমাপ মাত্র ৭.৬ মিমি পুরু এবং ওজন ১৭৩.৫ গ্রাম। ফোনটিতে রয়েছে আল্ট্রা-থিন বেজেল, যা ব্যবহারকারীদের দেবে দারুণ অভিজ্ঞতা।

রেডমি নোট ১৩ ৫জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে অ্যাকসেলেরোমিটার, জাইরোস্কোপ, অ্যাম্বিয়েন্ট লাইট এবং প্রক্সিমিটি সেন্সর বর্তমান। সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Redmi Note 13 5G মডেলের ক্যামেরার কথা বললে, এতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা আছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Redmi Note 13 5G ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।