ডিজাইন-ফিচার্স মুগ্ধ করবে, 200MP ক্যামেরা নিয়ে Redmi Note 13 সিরিজের লঞ্চ আগামী সপ্তাহে

গত বছর অক্টোবর মাসে, রেডমি চীনে RedmI Note 12 সিরিজ করেছে। তাই, জল্পনা শোনা যাচ্ছিল, Note 13 লাইনআপও এই বছর একই সময়ে আত্মপ্রকাশ করবে। সেই…

গত বছর অক্টোবর মাসে, রেডমি চীনে RedmI Note 12 সিরিজ করেছে। তাই, জল্পনা শোনা যাচ্ছিল, Note 13 লাইনআপও এই বছর একই সময়ে আত্মপ্রকাশ করবে। সেই সম্ভাবনা সত্যি করে এবার (Xiaomi)-এর সাব ব্র্যান্ডটি ঘোষণা করেছে যে, আগামী ২১ সেপ্টেম্বর Redmi Note 13 সিরিজ লঞ্চ হতে চলেছে। পাশাপাশি আপকামিং Note সিরিজের জন্য রেডমির শেয়ার করা অফিশিয়াল পোস্টার থেকে ফোনগুলির ডিজাইনও প্রকাশ্যে এসেছে।

Redmi Note 13 সিরিজ লঞ্চের দিনক্ষণ ঘোষণা

রেডমি আগামী ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় (স্থানীয় সময়) চীনে নোট ১৩ সিরিজ লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। কোম্পানি দ্বারা শেয়ার করা পোস্টারটি দুটি মডেলকে প্রদর্শন করেছে। বাম দিকে রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি এবং ডানদিকে রেডমি নোট ১৩ প্রো ৫জি-কে দেখা গেছে৷ প্রো প্লাসে কার্ভড-এজ স্ক্রিন দেখা গেলেও, প্রো মডেলটি ফ্ল্যাট ডিসপ্লের সাথে আসবে। উভয় ডিভাইসেই ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ অ্যামোলেড (AMOLED) প্যানেল ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে।

আবার, রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি-এর ব্যাক প্যানেলে লেদার ফিনিশ দেখা যাবে, যার মধ্যে প্রসারিত ক্যামেরার রিং অবস্থান করবে। অন্যদিকে, রেডমি নোট ১৩ প্রো-তে গ্লাস নির্মিত রিয়ার প্যানেল থাকবে, যার মধ্যে সামান্য উঁচু ক্যামেরা আইল্যান্ড উপস্থিত থাকবে। উভয় মডেলই ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে আসবে। তবে দেখা যাচ্ছে যে শুধুমাত্র প্রো প্লাস ভার্সনেই অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে।

চলতি সপ্তাহের শুরুতে, রেডমি নিশ্চিত করেছিল যে, Note 13 Pro+ মডেলে MediaTek Dimensity 7200-Ultra চিপসেট থাকবে। এতে শক্তিশালী ৫,১২০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে অনুমান। অন্যদিকে, Redmi Note 13 Pro চলবে Snapdragon 7 Gen 1 চিপসেটে এবং এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এই মডেলগুলি ছাড়াও, কোম্পানি স্ট্যান্ডার্ড Redmi Note 13 5G ফোনটিও ২১ সেপ্টেম্বর লঞ্চ করতে চলেছে। তবে, নন-প্রো মডেল সম্পর্কে রেডমির তরফে এখনও কোনও তথ্য নিশ্চিত করা হয়নি।