Redmi Note 13 5G, Note 13 Pro 5G ও Note 13 Pro+ 5G লঞ্চ হল, রয়েছে অ্যামোলেড ডিসপ্লে ও 16MP সেলফি ক্যামেরা

অনুরাগীদের অপেক্ষার অবসান করে রেডমি অবশেষে তাদের লেটেস্ট Redmi Note 13 সিরিজের স্মার্টফোনগুলি আজ (২১ সেপ্টেম্বর) হোম মার্কেট চীনে লঞ্চ করেছে। সদ্য লঞ্চ হওয়া ‘Note’…

অনুরাগীদের অপেক্ষার অবসান করে রেডমি অবশেষে তাদের লেটেস্ট Redmi Note 13 সিরিজের স্মার্টফোনগুলি আজ (২১ সেপ্টেম্বর) হোম মার্কেট চীনে লঞ্চ করেছে। সদ্য লঞ্চ হওয়া ‘Note’ সিরিজে তিনটি ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে, এগুলি হল Redmi Note 13 5G, Redmi Note 13 Pro 5G এবং Redmi Note 13 Pro+ 5G। এই সিরিজের তিনটি মডেলেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত রয়েছে। আবার, Redmi Note 13 5G এবং Redmi Note 13 Pro+ 5G ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি অফার করে, যেখানে Redmi Note 13 Pro 5G-তে ৫,১০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান। এই তিনটি রেডমি ডিভাইসই Android 13-এর ওপর ভিত্তি করে MIUI 14 কাস্টম স্কিনে চলে। আসুন সদ্য উন্মোচিত Redmi Note 13 লাইনআপের স্পেসিফিকেশন, ফিচার এবং মূল্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Redmi Note 13 সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার

রেডমি নোট ১৩ সিরিজের স্ট্যান্ডার্ড, প্রো এবং প্রো প্লাস – তিন মডেলেই ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। তবে রেডমি নোট ১৩ ৫জি-তে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১,০০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে, সেখানে অন্য দুটি স্মার্টফোন ১.৫কে রেজোলিউশন অফার করবে। টপ-এন্ড রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি-তে কার্ভড ডিসপ্লে, একটি লেদার ব্যাক প্যানেল এবং জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং রয়েছে। পারফরম্যান্সের ক্ষেত্রে, রেগুলার নোট ১৩ ৫জি-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যেখানে নোট ১৩ প্রো ৫জি এবং নোট ১৩ প্রো ৫জি প্লাস ৫জি যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা চিপসেটগুলির সাথে এসেছে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, রেডমি নোট ১৩ ৫জি-এর রিয়ার প্যানেলে ডুয়েল-ক্যামেরা সেটআপ বর্তমান, যা ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত৷ রেডমি নোট ১৩ প্রো ৫জি এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি-তে ট্রিপল-ক্যামেরা সেটআপ বর্তমান। এই ডিভাইসগুলির ক্যামেরা মডিউলটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (স্যামসাং এইচপি৩ সেন্সর), একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স৷ হ্যান্ডসেট দুটির সামনের দিকে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা বিদ্যমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 13 5G এবং Redmi Note 13 Pro+ 5G ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। প্রথমটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করে, যেখানে দ্বিতীয়টিতে রয়েছে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আর স্ট্যান্ডার্ড Redmi Note 13 Pro 5G মডেলটিতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,১০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া, তিনটি ডিভাইসেই ৫জি সাপোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট যুক্ত রয়েছে।

Redmi Note 13 সিরিজের দাম এবং লভ্যতা

Redmi Note 13 5G টাইম ব্লু, মিডনাইট ডার্ক এবং স্টার স্যান্ড হোয়াইট কালার অপশনে উপলব্ধ। চীনের বাজারে এর ৬ জিবি র‍্যাম + ১২৮ স্টোরেজ কনফিগারেশনটির দাম রাখা হয়েছে ১,০৯৯ ইউয়ান (প্রায় ১২,৭০০ টাকা)। এটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ সহ অন্যান্য দুটি ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে, এগুলির মূল্য যথাক্রমে ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৩,৭০০ টাকা) এবং ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,০০০ টাকা)। আর Note 13 5G-এর টপ-এন্ড ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,৫০০ টাকা) মূল্যে বিক্রি হবে।

অন্যদিকে, Redmi Note 13 Pro 5G ফোনটিও Redmi Note 13 5G-এর মতো একই কালার অপশনে পাওয়া যাবে। এছাড়াও এটি একটি অতিরিক্ত রঙের বিকল্পে মিলবে, যার নাম লাইট ড্রিম স্পেস। Note 13 Pro 5G-এর বেস ৮ জিবি র‍্যাম + ১২৮ স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,০০০ টাকা) মূল্যে বিক্রি হবে। আর ২৫৬ জিবি স্টোরেজ সহ ৮ জিবি র‍্যাম বিকল্পটির দাম ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,১০০ টাকা)। ২৫৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ সহ ১২ জিবি র‍্যাম মডেলের দাম যথাক্রমে ১,৬৯৯ ইউয়ান (প্রায় ১৯,৪০০ টাকা) এবং ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২১,৭০০ টাকা)। ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ Redmi Note 13 Pro 5G-এর টপ-এন্ড মডেলটি ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,১০০ টাকা) মূল্যে বিক্রি হবে।

পরিশেষে, Redmi Note 13 Pro+ 5G ফোনটিকে মিডনাইট ডার্ক, মিরর হোয়াইট এবং লাইট ড্রিম স্পেস – এই তিনটি আকর্ষণীয় কালারে বেছে নেওয়া যাবে। এর ২৫৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ সহ Note 13 Pro+ 5G-এর ১২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২১,৭০০ টাকা) এবং ২,০৯৯ ইউয়ান (প্রায় ২৪,৩০০ টাকা)। আর টপ-এন্ড মডেলটির দাম ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৫,৪০০ টাকা), যা ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ স্টোরেজ অফার করে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে চীনে Note 13 সিরিজের স্মার্টফোনগুলির সেল শুরু হবে। তবে এগুলি ভারতীয় বাজারে কবে আসবে, সেসম্পর্কে এখনও কিছু নিশ্চিতভাবে জানায়নি রেডমি।