চমকপ্রদ ছাড় Redmi-র এই 5G ফোনে! পাবেন 200MP ক্যামেরা, ডলবি স্পিকারের মতো ফিচার

Smartphone Offer: সময়ের সাথে আপডেট থাকে এবং বেশি বেশি সুবিধা পেতে বর্তমানে নতুন ফোন কিনতে গিয়ে অধিকাংশই ভালো ক্যামেরা, ফাস্ট চার্জিং সাপোর্ট, বিশাল ব্যাটারি ব্যাকআপ-স্টোরেজ…

Smartphone Offer: সময়ের সাথে আপডেট থাকে এবং বেশি বেশি সুবিধা পেতে বর্তমানে নতুন ফোন কিনতে গিয়ে অধিকাংশই ভালো ক্যামেরা, ফাস্ট চার্জিং সাপোর্ট, বিশাল ব্যাটারি ব্যাকআপ-স্টোরেজ কিংবা ভালো মানের ডিসপ্লের মতো ফিচার আছে কিনা তা দেখে নেন। সেক্ষেত্রে আপনিও যদি এই মুহূর্তে এমনই একটি হ্যান্ডসেট কিনতে চান, এদিকে এর জন্য আপনার বাজেট হয় ২০ হাজার টাকা, তাহলে বেশি খোঁজাখুঁজির প্রয়োজন নেই। বরঞ্চ চোখ বুজে বেছে নিন Redmi Note 13 Pro 5G মডেলটি। কেননা Xiaomi-র নতুন Redmi Note 13 সিরিজের অন্তর্গত এই ‘প্রো’ ফোনটিতে মিডরেঞ্জ সেগমেন্টে 67W ফাস্ট চার্জিং, 200MP ক্যামেরা, 5100mAh ব্যাটারি ইত্যাদি অনেক শক্তিশালী স্পেসিফিকেশন আছে। এদিকে এর দামও খুব বেশি নয়, তাছাড়া এখন Flipkart-এ ফোনটি চমকপ্রদ ডিসকাউন্টেও কেনার সুযোগ মিলছে। আসুন তবে, ঝটপট Redmi Note 13 Pro 5G-এর দাম, অফার এবং স্পেসিফিকেশনসমূহ এক নজরে দেখে নিই…

Flipkart-এর চমক! সস্তায় মিলছে Redmi Note 13 Pro 5G

কয়েক সপ্তাহ আগে লঞ্চ হওয়া শাওমি রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য এমনিতে ২৮,৯৯৯ টাকা, তবে ফ্লিপকার্টের অফারে এখন এটি ২৫,৯৯৯ টাকায় কেনার জন্য উপলব্ধ হয়েছে। এক্ষেত্রে আপনি দামের ওপর ২ হাজার অতিরিক্ত ছাড় পেতে পারেন, তবে এর জন্য পেমেন্টের সময় নির্বাচিত ব্যাঙ্ক (SBI, ICICI, HDFC বা Axis) কার্ড ব্যবহার করতে হবে। আর যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে টাকা মেটালে ৫% ক্যাশব্যাক পাবেন।

শুধু তাই নয়, স্মার্টফোনটি কেনার সময় আপনি নিজের পুরোনো কোনো ফোন বিনিময় করলে ১৯,৫০০ টাকা পর্যন্ত ছাড় এক্সচেঞ্জ বোনাস হিসেবে পাবেন (শর্তাবলি প্রযোজ্য)। মানে সবরকম অফার মিলিয়ে ডিভাইসটি আপনি ২০ হাজার টাকার চাইতেও অনেক কমে হাতে পেয়ে যাবেন।

Redmi Note 13 Pro 5G-র স্পেসিফিকেশন

রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১,৮০০ পিক ব্রাইটনেসযুক্ত ৬.৬৭ ইঞ্চি 1.5K (রেজোলিউশন ২,৭১২×১২২০ পিক্সেল) অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনো এ৭১০ জিপিইউসহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ (LPDDR5) র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ থাকবে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য পাবেন ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,১০০ এমএএইচ ব্যাটারি। তাছাড়াও, ফটোগ্রাফির জন্য এটি ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে। আবার ভালো শব্দের জন্য মিলবে ডলবি অ্যাটমস সাপোর্টেড ডুয়াল স্পিকার।