Categories: Mobiles

Redmi Note 13 Pro+ World Champions Edition: আর্জেন্টিনা ফ্যানদের জন্য বিশেষ ফোন আনছে রেডমি

জনপ্রিয় ব্র্যান্ড Xiaomi, চলতি বছরের 4ঠা জানুয়ারি আত্মপ্রকাশ করা Redmi Note 13 Pro+ ফোনের একটি বিশেষ সংস্করণকে খুব শীঘ্রই ভারতে নিয়ে আসবে বলে সম্প্রতি ঘোষণা করেছিল। সেই মতোই আজ সংস্থাটি, Redmi Note 13 Pro+ World Champions Edition নামের এই মডেলটি আগামী 30শে এপ্রিল আনুষ্ঠানিকভাবে এদেশে লঞ্চ করার কথা নিশ্চিত করলো। জানিয়ে রাখি, Xiaomi তাদের বিদ্যমান হ্যান্ডসেটটির এই বিশেষ সংস্করণ ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন’ -এর সাথে হাত মিলিয়ে ডেভেলপ করেছে। ব্র্যান্ডটি আজ আসন্ন মডেলের জন্য প্রথম টিজার ইমেজ রিলিজ করেছে। যেখানে Redmi Note 13 Pro+ World Champions Edition -কে এই ফুটবল এজেন্সির থিম দ্বারা অনুপ্রাণিত রিয়ার ডিজাইনের সাথে দেখা গেছে।

শাওমির ওয়েবসাইটে (mi.com) আপকামিং Redmi Note 13 Pro+ World Champions Edition স্মার্টফোনের জন্য ইতিমধ্যেই একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। যেখানে সম্প্রতি একটি টিজার ইমেজ শেয়ার করা হয়। সদ্য প্রকাশ্যে আসা টিজারে, এই লিমিটেড এডিশন হ্যান্ডসেটের রিয়ার প্যানেলের উপরি অংশ দেখা গেছে। টিজার অনুসারে, মডেলটি ব্লু কালার অপশনের সাথে লঞ্চ হবে। এর রিয়ার ক্যামেরার কাটআউটগুলি গোল্ডেন কালারের রিং দ্বারা পরিবেষ্টিত হবে। আবার ক্যামেরা মডিউলের ঠিক পাশেই গোল্ডেন কালারের AFA ক্লাবের লোগো অবস্থান করবে।

প্রসঙ্গত সম্প্রতি Redmi Note 13 Pro+ World Champions Edition ফোনের লাইভ ইমেজ অনলাইনে ফাঁস করা হয়। যেখানে ডিভাইসটি – ব্লু এবং হোয়াই স্ট্রাইপ যুক্ত ডুয়াল-টোন ডিজাইনের রিয়ার প্যানেলের সাথে নজরে পড়েছে। দৃশ্যত ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন আর্জেন্টিনা ফুটবল দলের জার্সির মতো লাগছে। জানিয়ে রাখি, AFA ক্লাবে ফিফা বিশ্বকাপ 2022 টুর্নামেন্টের বিজয়ী দল ছিল।

প্রসঙ্গত, আপকামিং Redmi Note 13 Pro+ World Champions Edition সংস্থার প্রথম লিমিটেড এডিশন Note-সিরিজ হ্যান্ডসেট হিসাবে লঞ্চ হতে চলেছে। এর যাবতীয় ফিচার 2024 সালের প্রথমার্ধে আত্মপ্রকাশ করা মূল Redmi Note 13 Pro+ মডেলের অনুরূপ হবে বলেও নিশ্চিত করা হয়েছে।

Redmi Note 13 Pro+ ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট 13 প্রো+ স্মার্টফোনে 6.67-ইঞ্চির 1.5কে (2712×1220 পিক্সেল) AMOLED ডিসপ্লে প্যানেল দেখা যাবে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত এবং 120 হার্টজ রিফ্রেশ রেট, 50,00,000:1 কনট্রাস্ট রেশিও, 1920 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম ডিমিং এবং 100% ডিসিআই-পি৩ ওয়াইড কালার গ্যামেট সাপোর্ট করে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 আল্ট্রা চিপসেট উপস্থিত, যা মালি-জি610 এমসি৪ জিপিইউ -এর সাথে যুক্ত। এটি সর্বোচ্চ 12 জিবি র‍্যাম এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক এমআইইউআই 14 কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। সিকিউরিটি ফিচার হিসাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

Redmi Note 13 Pro+ স্মার্টফোনে LED ফ্ল্যাশ সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল – এফ/1.65 অ্যাপারচার ও 7পি লেন্স সহ 200 মেগাপিক্সেলের Samsung HP3 প্রাইমারি সেন্সর + 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এদিকে ডিভাইসের সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়। তদুপরি পাওয়ার ব্যাকআপের জন্য এতে 120 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। IP68 রেটিং প্রাপ্ত Redmi Note 13 Pro+ স্মার্টফোনের পরিমাপ 161.4×74.2×8.9 মিমি এবং ওজন 199/204.5 গ্রাম।

Subhadip Dasgupta

Recent Posts

জানুয়ারিতে আসছে Maruti Suzuki-র প্রথম বৈদ্যুতিক গাড়ি, ভারত থেকে রপ্তানি বিশ্বজুড়ে

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

45 mins ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

1 hour ago

Kuldeep Yadav: ‘মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত এই লেজেন্ডকে নিজের আইডল বলে জানালেন কুলদীপ

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কুলদীপ যাদব বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সম্প্রতি শেষ হওয়া…

2 hours ago

Poco Pad 5G ভারতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 4000 টাকা ছাড়

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের…

2 hours ago

স্মার্ট ফিচার্সের সঙ্গে স্মার্ট ক্যামেরা, ফাঁস হল Honor 200 Smart-এর দাম সহ প্রচুর তথ্য

Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির…

2 hours ago

Flipkart Minutes: অর্ডারের 13 মিনিটের মধ্যে ডেলিভারি, কফি খেতে খেতে ল্যাপটপ হাতে পেল ক্রেতা

ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে দ্রুততম প্রোডাক্ট ডেলিভারির প্রতিযোগিতা রয়েছে। ব্লিঙ্কিট দাবি করে তালা ১০ মিনিটেই প্রোডাক্ট…

3 hours ago