redmi note 13 pro scarlet red price redmi note 13 chromatic purple colour launched price in india specifications

স্কারলেট পার্পেল থেকে ক্রোমাটিক হিউ, নতুন রূপে লঞ্চ হল Redmi Note 13 সিরিজ

Redmi Note 13 সিরিজের স্মার্টফোনগুলি গত জানুয়ারিতে বাজারে লঞ্চ করা হয়েছিল৷ রেডমি এখন ভারতে তাদের লেটেস্ট Note সিরিজে অন্তর্ভুক্ত Redmi Note 13 5G এবং Redmi Note 13 Pro 5G হ্যান্ডসেট দুটির নতুন কালার অপশন লঞ্চ করেছে। এগুলি দুটি ভিন্ন কালারে এসেছে। Pro মডেলটি পাওয়া যাবে স্কারলেট রেড অপশনে। আর Redmi Note 13 5G ফোনটিকে ক্রোমাটিক পার্পল শেডে বাজারে আনা হয়েছে৷ আসুন এই দুই মডেলের দাম, উপলব্ধতা এবং অন্যান্য বিবরণগুলি জেনে নেওয়া যাক।

Redmi Note 13 5G সিরিজের মূল্য ও লভ্যতা

কোম্পানি একাধিক স্টোরেজ ও মেমরি কনফিগারেশনে রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনের স্কারলেট রেড শেড এবং রেডমি নোট ১৩ ৫জি হ্যান্ডসেটের ক্রোম্যাটিক পার্পল অপশনটি লঞ্চ করেছে। এগুলির দাম হল –

রেডমি নোট ১৩ প্রো ৫জি

৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ২৪,৯৯৯ টাকা
৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ২৬,৯৯৯ টাকা

রেডমি নোট ১৩ ৫জি

৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১৬,৯৯৯ টাকা
৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ১৮,৯৯৯ টাকা
১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ২০,৯৯৯ টাকা

রেডমি নোট ফোনের লেটেস্ট কালার শেডগুলি অ্যামাজন ইন্ডিয়া (Amazon India), ফ্লিপকার্ট (Flipkart), কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, এমআই হোম (Mi Home) এবং অনুমোদিত রিটেইল পার্টনারদের মাধ্যমে পাওয়া যাবে। রেডমি নোট ১৩ প্রো ৫জি মডেলের জন্য আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং লেনদেনে ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হচ্ছে।

এছাড়াও, অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এবং কোটাক ব্যাঙ্ক (Kotak Bank)-এর ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৩,০০০ টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। কোম্পানি বিদ্যমান রেডমি এবং শাওমি গ্রাহকদের জন্য ৩,০০০ টাকার একটি অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড Note 13 5G ফোনের জন্য আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবআই, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং কোটাক ব্যাঙ্কের কার্ডগুলিতে ১,৫০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় মিলবে এবং বিদ্যমান রেডমি এবং শাইমি গ্রাহকরা ফোনটিকে অতিরিক্ত ১,৫০০ টাকার এক্সচেঞ্জ বোনাসের সাথে কিনতে পারবেন।

Redmi Note 13 5G সিরিজের স্পেসিফিকেশন

স্ট্যান্ডার্ড Redmi Note 13 5G ফোনে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ (১,০৮০×২,৪০০ পিক্সেল) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোনটি MediaTek Dimensity 6080 প্রসেসরে চলে, যা সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজের সাথে যুক্ত। ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটির রিয়ার প্যানেলে এফ/১.৭ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 13 5G বিশাল ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যদিকে, Redmi Note 13 Pro 5G হ্যান্ডসেটটি ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা ১.৬কে (২,৭১২ × ১,২২০পিক্সেল) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোনটি Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর দ্বারা চালিত। এতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ মিলবে। ফটোগ্রাফির জন্য, এফ/১.৬৫ অ্যাপারচার ও ৭পি লেন্স সহ ২০০ মেগাপিক্সেলের Samsung HP3 প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ও এলইডি ফ্ল্যাশ দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর এই ফোনটির সামনেও ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 13 Pro 5G ফোনটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,১০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অফার করে। উভয় ফোনই অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিনে রান করে।