Redmi Note 13 Pro To Launch In New Green Variant Soon In India

Redmi Note 13 Pro নতুন আপডেট পাচ্ছে ভারতে, এবার বদলে যাবে ফোনের রঙ

শাওমি (Xiaomi) ভারতে তাদের Redmi Note 13 Pro ফোনের একটি আকষর্ণীয় নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করার পরিকল্পনা করছে। কোম্পানি প্রথম এবছর জানুয়ারিতে ডিভাইসটি উন্মোচন করেছিল। আর এখন এক টিপস্টারের সৌজন্যে জানা গেছে যে স্মার্টফোনটি একটি সতেজ সবুজ রঙের বিকল্পে বাজারে আসছে। আসুন নতুন সংস্করণটির সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Redmi Note 13 Pro আসছে একটি রিফ্রেশিং সবুজ রঙে

একটি এক্সক্লুসিভ রিপোর্টে সুপরিচিত টিপস্টার সুধাংশু আম্ভোরে ৯১মোবাইলস প্রকাশনাকে রেডমি নোট ১৩ প্রো ফোনের নতুন কালার অপশনটির বিষয়ে জানিয়েছেন। গত জানুয়ারি মাসে ডিভাইসটি যখন লঞ্চ হয়েছিল, তখন এটি তিনটি কালার অপশনে উপলব্ধ হয়, এগুলি হল – মিডনাইট ব্ল্যাক, আর্কটিক হোয়াইট বা কোরাল পার্পল। এই মডেলটি এখন গ্রীন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যদিও, এই কালার অপশনের পোশাকি নামটি এখনও জানা যায়নি। তবে এটি সেজ বা অলিভ গ্রীনের মতো দেখায়। রিপোর্টে শেয়ার করা ছবিগুলি সবুজের দুটি ভিন্ন শেডের ইঙ্গিতও দেয়।

কিন্তু রঙ ছাড়া, রেডমি নোট ১৩ প্রো ফোনের নতুন সংস্করণটি সম্ভবত অন্য সব দিক থেকে বাকি মডেল গুলির মতোই হবে। অর্থাৎ, এতে সম্ভবত লম্বা ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৮০০ নিটের পিক ব্রাইটনেস অফার করে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসরে চলে, যা সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। ফটোগ্রাফির জন্য, রেডমি নোট ১৩ প্রো ফোনের পিছনে ২০০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে এবং হ্যান্ডসেটের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Redmi Note 13 Pro বড় ৫,১০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৬৭ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডলবি অ্যাটমস, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি ইনফ্রারেড সেন্সর এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। Redmi Note 13 Pro ফোনের বেস ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ২৪,৯৯৯ টাকা মূল্যে লঞ্চ করা হয়েছিল। তাই নতুন সবুজ রঙের বিকল্পটিও একই দামের সাথে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।