প্রথম সেলে Redmi Note 13 কিনুন 3000 টাকা পর্যন্ত ছাড়ে, বাম্পার অফার দিচ্ছে Amazon
গত সপ্তাহে Xiaomi ভারতে Redmi Note 13 সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। সিরিজের সমস্ত ডিভাইস কম দামে প্রিমিয়াম বৈশিষ্ট্য...গত সপ্তাহে Xiaomi ভারতে Redmi Note 13 সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। সিরিজের সমস্ত ডিভাইস কম দামে প্রিমিয়াম বৈশিষ্ট্য অফার করে। লাইনআপের সবচেয়ে সস্তা মডেল হল Redmi Note 13। আজ কোম্পানির ওয়েবসাইট ছাড়াও অ্যামাজনে থেকে এর সেল শুরু হচ্ছে।
আজ দুপুর ১২টা থেকে Redmi Note 13 এর বিক্রি শুরু হচ্ছে। এই স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের বড় অ্যামোলেড ডিসপ্লে ছাড়াও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ উপস্থিত। আবার গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ আসা এই ডিসপ্লের চারপাশে রয়েছে অত্যন্ত পাতলা বেজেল।
Redmi Note 13 কম দামে সেলে বিক্রি হচ্ছে
রেডমি নোট ১৩ কিনলে ক্রেতারা বিশেষ ব্যাংক অফার ও ডিসকাউন্টের সুবিধা পাবেন। এর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৭,৯৯৯ টাকায়, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৯,৯৯৯ টাকায় এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২১,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে।
তবে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ১,০০ টাকা ছাড় পাওয়া যাবে। আবার সংস্থাটি রেডমি নোট ১৩ এর সাথে ২,০০০ টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও দিচ্ছে।
Redmi Note 13 এর স্পেসিফিকেশন
Redmi Note 13 স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ একটি বড় ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর দ্বারা চালিত। হাইপারওএস সহ আসা ফোনটির ব্যাক প্যানেলে ১০৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ বর্তমান। ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারিতে রয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।