Categories: Mobiles

Redmi Note 13 সিরিজের দামে বিরাট চমক, প্রথমবার দেখা যাবে কার্ভড ডিসপ্লে, কবে লঞ্চ হবে জেনে নিন

চলতি মাসের প্রথম দিকে কানাঘুষো শোনা গিয়েছিল যে, Redmi খুব শীঘ্রই Note সিরিজের নতুন ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আবার সম্প্রতি সংস্থাটি স্বয়ং ঘোষণা করে যে, এই সপ্তাহেই নয়া Redmi Note 13 স্মার্টফোন লাইনআপকে চীনের বাজারে উন্মোচন করা হবে। আর লঞ্চ যত এগিয়ে আসছে সংস্থাটি এই নতুন ফোনগুলির ফিচার প্রকাশ্যে আনছে। এছাড়া টিপস্টার এবং মার্কেট রিসার্চার ফার্মগুলির সৌজন্যেও আলোচ্য সিরিজের বিশেষত্ব, দাম ইত্যাদি তথ্য ফাঁস হয়েছে। চলুন আসন্ন Redmi Note 13 সিরিজ সম্পর্কে এতদিন যে যে তথ্য সামনে এসেছে তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক…

Redmi Note 13 স্মার্টফোন সিরিজের লঞ্চের তারিখ

রেডমির ঘোষণা অনুযায়ী, আগামী ২১শে সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৭টা এবং ভারতীয় সময় মধ্যরাত ১২:৩০ মিনিটে রেডমি নোট ১৩ স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে৷ এই লঞ্চ ইভেন্ট সংস্থার উইবো (Weibo) হ্যান্ডেল সহ অন্যান্য চীনা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি দেখা যাবে।

প্রসঙ্গত, রেডমি তাদের এই লেটেস্ট স্মার্টফোন লাইনআপের অধীনে মোট তিনটি ডিভাইস নিয়ে আসার কথা নিশ্চিত করেছে। এগুলি হল – Redmi Note 13 Pro, Redmi Note 13 Pro Plus, এবং Redmi Note 13 Yibo Edition। যদিও স্ট্যান্ডার্ড Redmi Note 13 মডেলটিকে উক্ত ফোনগুলির সাথে একই দিনে লঞ্চ করা হবে কিনা সে সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি সংস্থাটি।

Redmi Note 13 সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro Plus স্মার্টফোনে ১.৫কে রেজোলিউশনের OLED ডিসপ্লে প্যানেল দেখা যাবে। যার মধ্যে ‘Pro Plus’ হবে প্রথম Note-সিরিজের ডিভাইস, যা কার্ভড ডিসপ্লে ফিচার অফার করবে। এর টাচস্ক্রিনটি – ১৮০০ নিট পিক ব্রাইটনেস লেভেল, ১৯২০ হার্টজ PWM ডিমিং এবং ডিসি ডিমিং প্রযুক্তি সাপোর্ট করবে। আবার আলোচ্য ডিভাইস দুটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসা প্রথম Note মডেল হবে বলেও দাবি করা হচ্ছে।

এদিকে সংস্থার দ্বারা শেয়ার করা টিজার পোস্টার নিশ্চিত করেছে যে, Redmi Note 13 Pro Plus এবং Redmi Note 13 Pro স্মার্টফোনকে যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসরের সাথে লঞ্চ করা হবে। উভয় মডেলেরই রিয়ার ক্যামেরা মডিউলে – ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HP3 ডিসকভারি এডিশন সেন্সরের কাস্টম সংস্করণ বিদ্যমান থাকবে। যদিও ‘Pro Plus’ মডেলটি শুধুমাত্র ‘অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন’ বা OIS প্রযুক্তির সমর্থন সহ আসবে বলে জানা গেছে।

আবার পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 13 Pro স্মার্টফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে। আর Redmi Note 13 Pro Plus স্মার্টফোনে থাকবে তুলনায় বড় অর্থাৎ ৫,১২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট অফার করবে।

জানা যাচ্ছে সিরিজের তৃতীয় মডেল অর্থাৎ Redmi Note 13 Yibo Edition যেহেতু Redmi Note 13 Pro Plus ভিত্তিক হবে, সেহেতু এর প্রায় যাবতীয় ফিচার ‘Pro Plus’ -এর অনুরূপ থাকবে। এছাড়া Redmi Note 13 নামের কোনো ফোনকে আদৌ আলোচ্য সিরিজের অধীনে অন্তর্ভুক্ত করা হবে কিনা সেই সম্পর্কে এখনো কোনো তথ্য আমরা পাইনি।

Redmi Note 13 সিরিজের সম্ভাব্য বিক্রয় মূল্য

এবার আসা যাক রেডমি নোট ১৩ সিরিজের দামের বিষয়ে। চীনে রেডমি নোট ১৩ সিরিজের দাম শুরু হবে ১,২০০ ইউয়ান (প্রায় ১৩,৭০০ টাকা) থেকে। আর রেডমি নোট ১৩ প্রো প্রো এবং নোট ১৩ প্রো প্লাস স্মার্টফোন দুটির প্রারম্ভিক মূল্য যথাক্রমে ১,৭০০ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ১৯,৪০০ টাকা) ও ২,২০০ ইউয়ান (প্রায় ২৫,১০০ টাকা) রাখা হতে পারে।

Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

22 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

29 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

37 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

48 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago