Categories: Mobiles

কোটি কোটি মানুষ কিনেছেন! এখন মাত্র 10 হাজারেই মিলছে Redmi-র এই 5G ফোন, ফিচার ঝক্কাস

ভারতের স্মার্টফোন বাজারে বাজেট সেগমেন্টে Xiaomi Redmi-র ফোনগুলি বরাবরই বেশ জনপ্রিয়। তবে ব্র্যান্ডের লেটেস্ট Redmi Note 13 সিরিজ আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে – সম্প্রতি একটি রিপোর্টে জানা গিয়েছে হাজার কোটিরও বেশি মানুষ এই সিরিজের ফোনগুলি কিনেছেন। সেক্ষেত্রে আপনিও যদি এখন কম দামে 6GB র‍্যাম এবং 108MP মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাও আবার সস্তায়, তাহলে উল্লিখিত সিরিজের Redmi Note 13 5G ফোনটি আপনার জন্য সেরা বিকল্প।

আসলে সম্প্রতি গ্রেট সামার সেল শেষ হলেও অ্যামাজন (Amazon) এই রেডমি ফোনটি খুব কম দামে বিক্রি করছে। ফ্ল্যাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার ইত্যাদি মিলিয়ে আপনি এটি প্রায় ১০ হাজার টাকায় হাতে পেয়ে যাবেন।

সেল শেষেও Redmi Note 13 Pro 5G-তে ছাড় দিচ্ছে Amazon

শাওমির অন্যতম বেস্ট সেলার ফোন রেডমি নোট ১৩ ৫জি-র ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ২০,৯৯৯ টাকা, তবে অ্যামাজনে এখন এটি ১৬,৯৯৯ টাকায় মিলছে। এক্ষেত্রে ব্যাঙ্ক অফার কাজে লাগালে দামের ওপর আরও ১,৫০০ টাকার সাশ্রয় করা যাবে। সাথে থাকবে সর্বনিম্ন ৮২৪ টাকার ইএমআই স্কিমও। এছাড়াও এই রেডমি হ্যান্ডসেটটি অর্ডার করার সময় পুরোনো কোনো ফোন বদলে নিলে ১৬,১৪৯ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার কাজে লাগানো যাবে। তবে এই ছাড় নির্ভর করবে কিছু কোম্পানি পলিসির ওপর।

Redmi Note 13 5G-র স্পেসিফিকেশন

রেডমি নোট ১৩ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১,০০০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল) পি-ওলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৬ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ বর্তমান। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে মেলে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আর ফটোগ্রাফির জন্য এটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে।

অন্যান্য ফিচারের কথা বললে, এই রেডমি ফোনটিতে ৩.৫ মিমি হেডফোন জ্যাক থেকে শুরু করে জায়রোস্কোপ, ই-কম্পাস ইত্যাদি একাধিক সেন্সর আছে। কানেক্টিভিটির জন্য এটি ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.৩ প্রযুক্তি সাপোর্ট করে। এছাড়া সফ্টওয়্যার ফ্রন্টে ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মিইউআই ১৪ কাস্টম ওএসের সাথে আসে।

Anwesha Nandi

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

25 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

32 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

40 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

51 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago