গেম খেলার সময় আচমকাই আগুন ধরে গেল Redmi ফোনে, হাত ও মুখ পড়ে গেল কিশোরের

স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরিত হওয়ার ঘটনা (Smartphone Blast) ইদানীংকালে টেক দুনিয়ার খবরের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। চলতি বছরে বিশ্বজুড়ে একাধিক নামজাদা কোম্পানির স্মার্টফোন ব্লাস্টের খবর…

স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরিত হওয়ার ঘটনা (Smartphone Blast) ইদানীংকালে টেক দুনিয়ার খবরের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। চলতি বছরে বিশ্বজুড়ে একাধিক নামজাদা কোম্পানির স্মার্টফোন ব্লাস্টের খবর প্রকাশ্যে এসেছে। এর ফলে অনেক ইউজারই বড়োসড়ো দুর্ঘটনার কবলে পড়েছেন, আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যবহারকারীদের মৃত্যু পর্যন্ত ঘটেছে। সেক্ষেত্রে সম্প্রতি উত্তরপ্রদেশের মথুরায় স্মার্টফোন ব্লাস্টের এরকমই একটি ঘটনার কথা সামনে এসেছে। জানা গিয়েছে যে, গেম খেলার সময় আচমকাই হাতে থাকা মুঠোফোনটি ফেটে গিয়ে মারাত্মকভাবে জখম হয়েছে ১৩ বছরের এক কিশোর। বর্তমানে একটি স্থানীয় হাসপাতালে ছেলেটির চিকিৎসা চলছে।

গেম খেলার সময় আচমকাই Redmi-র স্মার্টফোনে আগুন ধরে যাওয়ায় আহত কিশোর

রিপোর্টে বলা হয়েছে যে, অবসর সময় কাটাতে নিজের ঘরে বসে রেডমি (Redmi)-র একটি ফোনে গেম খেলছিল ১৩ বছর বয়সী ওই কিশোর। কিন্তু আচমকাই ফোনটিতে একটি বিকট শব্দে আগুন ধরে গিয়ে সেটি ফেটে যায়। বিস্ফোরণের আওয়াজ শুনে তৎক্ষণাৎ পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন এবং এসে তারা দেখতে পান যে, আগুন লেগে যাওয়ার কারণে ছেলেটির হাত ও মুখ পুড়ে গেছে। এরপর ছেলেটিকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে।

অতীতেও বহুবার ঘটেছে এরকম মর্মান্তিক ঘটনা

উল্লেখ্য যে, এর আগেও একাধিকবার মোবাইল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিছু কিছু ক্ষেত্রে হ্যান্ডসেট নির্মাতা সংস্থাগুলির তরফ থেকে ম্যানুফ্যাকচারিংয়ের সময়ে হওয়া ত্রুটির কারণে এই ধরনের ঘটনা ঘটে থাকে। তবে অনেক ক্ষেত্রেই আবার মোবাইল ইউজাররা ভুলবশত এমন কিছু কাজ করে ফেলেন, যার প্রভাব সরাসরি স্মার্টফোনের উপর গিয়ে পড়ে, আর পরিণামে ফোনে আগুন ধরা ও ব্লাস্ট হওয়ার মতো বিপজ্জনক ঘটনার খবর প্রকাশ্যে আসে। তবে ছোটোখাটো কয়েকটি বিষয় মাথায় রাখলেই কিন্তু এই ধরনের দুর্ঘটনা খুব সহজেই এড়ানো যায়। এই প্রতিবেদনে আমরা এরকমই তিনটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলি মেনে চললে ইউজারদেরকে কখনোই এই ধরনের মর্মান্তিক ঘটনার সম্মুখীন হতে হবে না।

চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করবেন না

চার্জিংয়ের সময় স্মার্টফোন ব্যবহার না করাই শ্রেয়। তবে এমন অনেকেই আছেন, যারা স্মার্টফোন চার্জে বসিয়ে অনর্গল গেম খেলেন বা ফোনে কথা বলেন। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, গেম খেলা বা কল করার সময় ফোন এমনিতেই স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা গরম হয়ে যায়। তদুপরি, চার্জে বসানো থাকলে যে ফোন থেকে প্রচুর পরিমাণে তাপ নির্গত হয়, সেকথা তো আমাদের সকলেরই জানা। তাই চার্জিংয়ের সময় ফোন অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে হ্যান্ডসেটটি যে কী চরম পরিমাণে গরম হতে পারে, সেটা নিশ্চয়ই সকলেই আন্দাজ করতে পারছেন। এর ফলে আচমকা স্মার্টফোনে আগুন লেগে সেটি বিস্ফোরিত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তাই চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করা মোটেই উচিত নয়।

সঠিক চার্জার ব্যবহার করুন

স্মার্টফোন কেনার সময় হ্যান্ডসেট নির্মাতা সংস্থাগুলি সেটির সাথে যে চার্জারটি প্রদান করে, ইউজারদের সবসময় সেটিকেই ব্যবহার করা উচিত। কিন্তু রোজকার ব্যস্ত জীবনে এসব কথা মনে রাখা মানুষের পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাই বাইরে চার্জার নিয়ে বেরোতে ভুলে গেলে হাতের কাছে যে চার্জার পাওয়া যায়, সেটি দিয়েই ব্যবহারকারীরা নিজেদের স্মার্টফোন চার্জ করে ফেলেন। আবার কখনো চার্জার হারিয়ে গেলে কিংবা খারাপ হয়ে গেলে ইউজাররা সস্তায় কোনো থার্ড-পার্টি চার্জার কিনে সেটিকে ব্যবহার করা চালিয়ে যেতে থাকেন। কিন্তু এক্ষেত্রে বলে রাখি, এই ধরনের কাজগুলি করলে কিন্তু ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আচমকাই সেটিতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই এরকম মর্মান্তিক দুর্ঘটনা এড়িয়ে চলতে হলে সর্বদা ফোনের রিটেইল বক্সে থাকা চার্জার ব্যবহার করুন। আর চার্জার খারাপ হয়ে গেলে কোনো থার্ড-পার্টি চার্জার না কিনে সংস্থার অনলাইন বা অফলাইন স্টোর থেকে পুনরায় আসল চার্জার কিনে নিন।

স্মার্টফোনের স্টোরেজ যথাসম্ভব খালি রাখার চেষ্টা করুন

অনেক ক্ষেত্রে মাল্টি-টাস্কিং এবং গেমিং সেশনের ফলে প্রসেসরে চাপ পড়ায় ফোন স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি গরম হয়ে যায়। এর সরাসরি প্রভাব গিয়ে পড়ে ব্যাটারির ওপর, যা বহু ক্ষেত্রেই বিস্ফোরণের সম্ভাবনা বহুগুণে বাড়িয়ে দেয়। তাই অযথা ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ খুলে রাখবেন না, এবং সেইসাথে অতিরিক্ত ভারী কোনো অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করে ফোনের প্রসেসরের ওপর অতিরিক্ত চাপ ফেলবেন না। এছাড়া, সর্বদা ফোনের স্টোরেজ ৫০% খালি রাখার চেষ্টা করুন।