Redmi launch 300w charging technology Smartphone

5 মিনিটেই ব্যাটারি ফুল! বিশ্বের প্রথম 300W চার্জিং প্রযুক্তির স্মার্টফোন আনছে Redmi

বর্তমানে এই ব্যস্ততার যুগে মানুষের কাছে অনেক কিছু থাকলেও, অভাব রয়েছে সময়ের। তাই তারা তাদের অতি প্রয়োজনীয় মুঠোফোনটির চার্জিংয়ের জন্য খুব বেশি সময় ব্যয় করতে এখন আর রাজি নন। সেই কারণে বিভিন্ন স্মার্টফোন নির্মাতারা দ্রুততর চার্জিং প্রযুক্তি নিয়ে অবিরত কাজ করে চলেছে। গত ফেব্রুয়ারি মাসে রিয়েলমি ২৪০ ওয়াট চার্জিং সাপোর্ট যুক্ত Ralame GT Neo5 হ্যান্ডসেটটি লঞ্চ করেছে, যা এই মুহূর্তে বাণিজ্যিকভাবে উপলব্ধ সবচেয়ে দ্রুত চার্জিং সাপোর্ট যুক্ত ডিভাইস। তবে, এই দৌড়ে পিছিয়ে থাকতে চায় না শাওমি (Xiaomi)-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডও। এক টিপস্টার সম্প্রতি জানিয়েছেন যে, এই কোম্পানিটি তাদের ৩০০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে বাজারে উপলব্ধ করার পরিকল্পনা করছে। এই চার্জিং সাপোর্টের সাহায্যে একটি স্মার্টফোনকে মাত্র ৫ মিনিটেই সম্পূর্ণ চার্জ করে ফেলা সম্ভব। আসুন তাহলে শাওমির নতুন চার্জিং সাপোর্ট সংক্রান্ত পরিকল্পনা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Xiaomi-এর 300W সুপার-ফাস্ট চার্জিং প্রযুক্তিটি খুব শীঘ্রই গণ উৎপাদন প্রক্রিয়ার প্রবেশ করতে পারে

চীনা টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, শাওমি ৩০০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং প্রযুক্তির গণ উৎপাদন চালু করার পরিকল্পনা করছে, যা মাত্র পাঁচ মিনিটে একটি স্মার্টফোনকে সম্পূর্ণ চার্জ করতে পারে। সংস্থাটি সম্প্রতি রেডমি নোট ১২ প্রো প্লাস-এর একটি পরিবর্তিত সংস্করণ প্রদর্শন করেছে, যা এই কাজে সফল হয়েছে এবং মনে করা হচ্ছে প্রযুক্তিটি অদূর ভবিষ্যতে গণ-উৎপাদিত মডেলগুলিতে প্রয়োগ করা হবে।

জানিয়ে রাখি, শাওমির ৩০০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং প্রযুক্তিটি মাত্র দুই মিনিটে রেডমি নোট ১২ প্রো প্লাস-এর সংশোধিত সংস্করণটির ৪,১০০ এমএএইচ ব্যাটারিকে প্রায় ৫০% চার্জ করে এবং মাত্র পাঁচ মিনিটে ডিভাইসটি সম্পূর্ণ চার্জ হয়ে যায়। প্রযুক্তিটি ২৯০ ওয়াটের সর্বোচ্চ শক্তি অর্জন করে, যা ৩০০ ওয়াট স্তরের কাছাকাছি।

উল্লেখযোগ্যভাবে, রেডমি ৩০০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং প্রযুক্তিটি হল অভিনব ডিজাইন এবং নতুন উপাদানের ফলাফল, চার্জার থেকে ফোনের চার্জিং আর্কিটেকচার থেকে ব্যাটারি পর্যন্ত। চার্জারটি চতুর্থ-প্রজন্মের ইন্টিগ্রেটেড গ্যালিয়াম নাইট্রাইড (GaN) দ্রবণ ব্যবহার করে, যা শাওমির আগের ২১০ ওয়াট চার্জারের মতো একই আকার বজায় রাখে, কিন্তু শক্তিতে ৪৩% বৃদ্ধির সাথে, ২.৩১ ওয়াট/ ঘন সেন্টিমিটার পাওয়ার ডেনসিটি অর্জন করে।

এছাড়াও, এর চার্জিং আর্কিটেকচারে সর্বাধিক ৯৮% রূপান্তর দক্ষতা সহ একটি কাস্টমাইজড ৬:২ চার্জ পাম্প চিপ অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি চার্জিং ইনপুট পাথে বড় কারেন্ট হিটিংয়ের সমস্যার সমাধান করে এবং উৎস থেকে চার্জিং তাপমাত্রা বৃদ্ধি কমায়। কার্যকরভাবে ঘনীভূত তাপ উৎপাদন এড়াতে একাধিক চার্জ পাম্প একটি বিকেন্দ্রীভূত বিন্যাসে সাজানো হয়েছে, যাতে ২ মিনিটেরও বেশি সময় ধরে সর্বোচ্চ শক্তি বজায় থাকে।

প্রসঙ্গত, Redmi 300W সুপার-ফাস্ট চার্জিং প্রযুক্তিটি ফাস্ট চার্জিং প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি এবং এটি স্মার্টফোন ব্যবহার করার পদ্ধতিতে পরিবর্তন আনতে পারে। এটি মাত্র পাঁচ মিনিটের মধ্যে একটি স্মার্টফোন সম্পূর্ণ চার্জ করার ক্ষমতা রাখে, তাই ব্যবহারকারীদের আর বাড়ির বাইরে থাকাকালীন ব্যাটারি ফুরিয়ে যাওয়ার চিন্তা করতে হবে না। এই প্রযুক্তিটি ল্যাপটপ এবং বৈদ্যুতিক যানবাহনের মতো অন্যান্য ডিভাইসেও ব্যবহৃত হতে পারে। যদিও, Redmi 300W সুপার-ফাস্ট চার্জিং প্রযুক্তির লঞ্চের তারিখ এবং কোন নির্দিষ্ট মডেলটিতে এই বৈশিষ্ট্যটি থাকবে তা বর্তমানে অজানা, তবে পরিবর্তিত Redmi Note 12 Pro+-এ প্রযুক্তিটির সফল প্রয়োগের পর, আশা করা যায় প্রযুক্তিটি খুব শীঘ্রই গণ উৎপাদিত মডেলের ব্যবহার করা হবে।