Redmi Harry Potter: ডিজাইন চোখ ধাঁধিয়ে দেবে! হ্যারি পটারের নামে অনবদ্য ফোন নিয়ে এল রেডমি

ফ্যান্টাসি উপন্যাস ভালোবাসেন অথচ হ্যারি পটার পছন্দ করেন না এরকম মানুষের সংখ্যা বিরলই বলা চলে। এমনকি সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য হ্যারি পটার ফ্যান বা…

ফ্যান্টাসি উপন্যাস ভালোবাসেন অথচ হ্যারি পটার পছন্দ করেন না এরকম মানুষের সংখ্যা বিরলই বলা চলে। এমনকি সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য হ্যারি পটার ফ্যান বা “পটারহেড”-রা হগওয়ার্টসের জাদুময় দুনিয়ার সাথে জড়িয়ে থাকা নানা জিনিসপত্র সংগ্রহ করতেও ভালোবাসেন। এখন শাওমি (Xiaomi) সেই ফ্যানদের উদ্দেশ্যে একটি বিশেষ স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে। ব্র্যান্ডটি গতকালই Redmi Turbo 3 স্মার্টফোন এবং Redmi Pad Pro ট্যাব লঞ্চ করেছে। কোম্পানি একইসাথে ডিভাইসগুলির হ্যারি পটার থিমযুক্ত লিমিটেড এডিশনের মডেলের ওপর থেকেও পর্দা সরিয়েছে। Redmi Turbo 3 Harry Potter Edition বিশেষ ডিজাইন এবং অসাধারণ নান্দনিক সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে।

Redmi Turbo 3 Harry Potter Edition-এর বিশেষত্ব

  1. ব্লেন্ডিং টেকনোলজি এবং ম্যাজিক

রেডমি টার্বো 3 হ্যারি পটার এডিশনে এমন একটি ডিজাইন রয়েছে, যা জনপ্রিয় হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির জাদুময় জগতের দ্বারা অনুপ্রাণিত। এতে থাকা অভিনব প্যাটার্নগুলি মূল কাহিনীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং জাদুকরী উপাদানগুলিকে প্রদর্শন করে, যা হ্যারি পটারের রহস্যময় জাদুর দুনিয়া দ্বারা অনুপ্রাণিত। ফোনটির রিয়ার প্যানেলে একটি ডার্ক ম্যাজিক আর্ক রয়েছে, সেইসাথে হগওয়ার্টস স্কুল অফ উইচক্র্যাফ্ট অ্যান্ড উইজার্ডির সোনালী প্রতীকটিও জ্বলজ্বল করছে। এমনকি এতে আইকনিক হ্যারি পটার লোগোও রয়েছে।

  1. লাইট অ্যান্ড ডার্ক ম্যাজিক: লুমোস এবং সেভেন হরক্রাক্স

রেডমি টার্বো 3 হ্যারি পটার এডিশনের পিছনে সূক্ষ্ম কারুকার্য দেখা যায়। এগুলি ফ্যান্টাসি সিরিজের বিভিন্ন স্পেলগুলিকে প্রদর্শন করেছে, যা সিরিজে খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে সেভেন হরক্রাক্স, প্রধান প্রতিপক্ষ ভোল্ডেমর্টকে হারাতে হ্যারি সহ মূল চরিত্ররা যেগুলির সন্ধান করে। হ্যারি পটার বাদে বাকি ছয় হরক্রাক্স – র‍্যাভেনক্ল-এর ডায়াডেম (Ravenclaw’s Diadem), নাগিনী (Nagini), টম রিডেলের ডায়রি (Tom Riddle’s Diary), সালাজার স্লিদেরিনের লক (Salazar Slytherin’s Lock), মার্ভোলো গন্টের আংটি (Marvolo Gaunt’s ring) এবং হাফেলপাফের গোল্ড কাপ (Hufflepuff’s Gold Cup)-কে ফোনের ডিজাইনে দেখা যায়। এছাড়া, হ্যান্ডসেটের এলইডি রিংটিতে লুমোস স্পেল রয়েছে, যা অন্ধকারে জ্বলে।

  1. হ্যারি পটার-থিমের গুডিস

Redmi Turbo 3 স্মার্টফোন একমাত্র নয়, যেটিকে রিডিজাইন করা হয়েছে। জাদুর জগতের ছোঁয়া দিতে এর রিটেইল বক্সটিকে বিশেষ গুডিজ এবং ডিজাইনের সাথে নতুন করে সাজানো হয়েছে৷ প্যাকেজিং বক্সটিতে ডায়াগন অ্যালির হাতে আঁকা ছবির পাশাপাশি একটি কাস্টম চার্জার, সীমিত সংস্করণের প্রোটেক্টিভ কভার এবং গোল্ডেন হগওয়ার্টস স্কুল ব্যাজের মতো বিভিন্ন গুডি রয়েছে।

Redmi Turbo 3 Harry Potter Edition-এর সফ্টওয়্যারেও কিছু বিশেষ সংযোজনরয়েছে। এটি একটি কাস্টম ইউজার ইন্টারফেসের সাথে এসেছে, যা হ্যারি পটার থিমকে ইন্টিগ্রেট করেছে। ক্রেতারা এতে বিশেষ “ডেথলি হ্যালোস” বুট অ্যানিমেশন, গোল্ডেন রেট্রো আইকন এবং কাস্টমাইজড চার্জিং অ্যানিমেশন পাবেন৷ শুধু তাই নয়, ব্যবহারকারীরা পাঁচটি বিশেষ ওয়ালপেপারের মধ্যে বেছে নিতে পারেন, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে হগওয়ার্টসের চারটি হাউস – র‍্যাভেনক্ল, গ্রিফিনডোর, স্লিদেরিন এবং হাফেলপাফ।