Xiaomi লঞ্চ করল Redmi Watch 2 স্মার্টওয়াচ ও Buds 3 Lite ইয়ারফোন, দাম জানুন

গতকাল একটি ভার্চুয়াল ইভেন্টে Redmi Note 11 সিরিজের স্মার্টফোনের পাশাপাশি Redmi Watch 2 স্মার্টওয়াচ এবং Buds 3 Lite ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড লঞ্চ করেছে…

গতকাল একটি ভার্চুয়াল ইভেন্টে Redmi Note 11 সিরিজের স্মার্টফোনের পাশাপাশি Redmi Watch 2 স্মার্টওয়াচ এবং Buds 3 Lite ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড লঞ্চ করেছে Xiaomi। উল্লেখিত স্মার্টফোন সিরিজের ফোনগুলির ফিচার সম্পর্কে তো আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন। তাই এই প্রতিবেদনে শুধুমাত্র নয়া ওয়্যারেবল ও অডিও ডিভাইসের প্রসঙ্গেই আমরা আলোচনা করবো। Redmi Watch এর উত্তরসূরি হিসাবে আগত এই নয়া স্মার্টওয়াচে তুলনায় বড় অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। থাকছে ১০০টি ওয়াচ ফেস এবং ১১৭টি ফিটনেস মোড। এটি ১২ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলেও দাবি করেছে সংস্থাটি। অন্যদিকে, TWS ইয়ারবাডটি ব্লুটুথ ভি৫.২ কানেকশন এবং ‘ক্যাট-ইয়ার ডিজাইন’ সহ এসেছে। আর ‘ইজি অ্যাক্সেস’ এর জন্য ডিভাইসের বডিতে টাচ কন্ট্রোল বাটন উপস্থিত। সর্বোপরি, এই অডিও ডিভাইস ১৮ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম সরবরাহ করবে। আসুন Redmi Watch 2 এবং Redmi Buds 3 Lite এর দাম ও যাবতীয় ফিচার জেনে নেওয়া যাক।

Redmi Watch 2, Redmi Buds 3 Lite দাম

রেডমি ওয়াচ ২ এর দাম রাখা হয়েছে ৩৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪,৭০০ টাকার সমান। এটিকে ব্ল্যাক, ব্লু এবং আইভরি ডায়াল কালারে বেছে নেওয়া যাবে। সাথে, স্ট্র্যাপের ক্ষেত্রে ব্রাউন, অলিভার এবং পিঙ্ক শেড উপলব্ধ। অন্যদিকে, রেডমি বাডস ৩ লাইট ইয়ারবাড লঞ্চ হয়েছে ৯৯ ইউয়ানে (প্রায় ১,২০০ টাকা)। ভারতে রেডমি ওয়াচ ২ এবং রেডমি বাডস ৩ লাইট কবে আসবে তা জানা যায়নি।

Redmi Watch 2 স্পেসিফিকেশন

রেডমি ওয়াচ ২ স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৬৩.৭%। এই ডিসপ্লের চারিপাশে সরু বেজেল দেখা যাবে। ফলে ইউজাররা আরো ভালো ভিউয়িং অভিজ্ঞতা লাভ করবে। উক্ত স্মার্টওয়াচে ১০০টি ওয়াচ ফেস এবং ‘অলওয়েজ অন’ ডিসপ্লে ফিচার পাওয়া যাবে। ডিসপ্লের পাশাপাশি এই স্মার্টওয়াচের সেন্সর সেকশনকেও আরো উন্নত করা হয়েছে, পূর্বসূরির তুলনায়। সেক্ষেত্রে, এতে হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (SpO2) ট্র্যাকিং এবং স্লীপ অ্যানালাইসিস সেন্সর বর্তমান।

Redmi Watch 2 স্মার্টওয়াচ রানিং এবং আউটডোর ওয়ার্কআউট ট্র্যাক করতে সমর্থ। একই সাথে, এতে ১১৭টি ফিটনেস মোড দেওয়া হয়েছে, যার মধ্যে ১৭ প্রকারের প্রফেশনাল ওয়ার্কআউট সামিল থাকছে। তদুপরি, রেডমির এই লেটেস্ট ওয়্যারেবলে NFC (Near Field Communication) ডেটা ট্রান্সফারিং টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া, স্মার্ট কন্ট্রোলের জন্য থাকছে শাওএআই এআই (XiaoAi AI) অ্যাসিস্টেন্ট।

এতে একটি আপগ্রেডড লো-পাওয়ার কনসাম্পশন (ব্যবহারকারী) চিপসেট আছে। রয়েছে একটি নতুন ব্যাটারি ম্যানেজমেন্ট অ্যালগরিদম, যা একক চার্জে ডিভাইসকে ১২ দিন পর্যন্ত সক্রিয় রাখবে, বলে সংস্থার দাবি। পরিশেষে, উক্ত স্মার্টওয়াচের সাথে একটি নতুন ম্যাগনেটিক চার্জার পাওয়া যাবে এবং এটি 5ATM ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং প্রাপ্ত।

Redmi Buds 3 Lite স্পেসিফিকেশন

রেডমি বাডস ৩ লাইট ইয়ারবাডকে ইন-ইয়ার ডিজাইন সহ নিয়ে আসা হয়েছে, যা ইউজারের কানে ভালো ভাবে ফিট হবে। রেডমির ভাষায় এটি ইউনিক ক্যাট-ইয়ার ডিজাইন। দ্রুত কানেক্টিভিটির জন্য উক্ত TWS ডিভাইসে পাওয়া যাবে ব্লুটুথ ভি৫.২ এর সাপোর্ট। এই ইয়ারবাডের বডিতে টাচ কন্ট্রোল বাটন আছে, যার সাহায্যে ভয়েস কল বা মিউজিক নিয়ন্ত্রণ করা যাবে।

তদুপরি, Redmi Buds 3 Lite ইয়ারবাডের চার্জিং কেসে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। এই ওয়্যারলেস ইয়ারফোন একক চার্জে ১৮ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে।