দীপাবলির আগে Samsung-এর ধামাকা! রোজ 44 টাকা দিয়ে পাবেন নতুন ফোন, আছে FREE সার্ভিসও

ভারতসহ গোটা বিশ্বের ফোন বাজারে Samsung অত্যন্ত পুরোনো এবং জনপ্রিয় একটি নাম। কী-প্যাড মোবাইল থেকে স্মার্টফোনের বিবর্তনে এই ব্র্যান্ডটির উল্লেখযোগ্য ভূমিকা আছে – বর্তমান সময়ে…

ভারতসহ গোটা বিশ্বের ফোন বাজারে Samsung অত্যন্ত পুরোনো এবং জনপ্রিয় একটি নাম। কী-প্যাড মোবাইল থেকে স্মার্টফোনের বিবর্তনে এই ব্র্যান্ডটির উল্লেখযোগ্য ভূমিকা আছে – বর্তমান সময়ে দাঁড়িয়ে Samsung-এর পোর্টফোলিওতে যেকোনো বাজেটেই দুর্দান্ত হ্যান্ডসেট পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি যদি এই উৎসবের মরসুমে আপনার পুরোনো Samsung Galaxy ডিভাইসটিকে আপগ্রেড করে নতুন Galaxy A-সিরিজের ফোন কেনার পরিকল্পনা করে থাকেন বা ইতিমধ্যেই তা কিনে থাকেন, তাহলে কোম্পানির বিশেষ লয়্যালটি প্রোগ্রাম আপনার দারুণ কাজে আসবে। আসলে সম্প্রতি Samsung ক্রেতাদের সুবিধার জন্য ‘Upgrade to Awesome’ নামের লয়্যালটি প্রোগ্রামের প্রেক্ষিতে লেটেস্ট আপগ্রেড ঘোষণা করেছে, যেখানে Galaxy A-সিরিজ নতুন স্মার্টফোন কিনতে গেলে EMI অপশন, সিকিউরিটি কভারেজ ইত্যাদি আপগ্রেড বেনিফিট পাওয়া যাবে। তবে এর জন্য কিছু শর্ত মানতে হবে, অনুসরণ করতে হবে নির্দিষ্ট কিছু পদ্ধতি। আসুন, এখন Samsung-এর এই লয়্যালটি প্রোগ্রাম সম্পর্কে বিশদ জেনে নিই।

Samsung-এর লয়্যালটি প্রোগ্রামের শর্ত

  • স্যামসাং আপগ্রেড টু অওসাম্ লয়্যালটি প্রোগ্রামের সুবিধা তারাই পাবেন, যাদের পুরোনো গ্যালাক্সি ডিভাইসটি অবশ্যই গ্যালাক্সি এ-সিরিজ, গ্যালাক্সি অন (On) সিরিজ বা গ্যালাক্সি জে (J)-সিরিজের অংশ হতে হবে। এছাড়া পুরোনো ফোনটি ২০২০ সালের আগে কেনা হতে হবে। অর্থাৎ যেকোনো পুরোনো স্যামসাং ফোন কাছে থাকলে এবং ২০২১ সাল বা তারপরে মডেলটি কেনা হলে সেটি লয়ালটি প্রোগ্রামের অংশ হবে না।
  • আপগ্রেডের সুবিধা পেতে Samsung Galaxy A54 5G, Galaxy A34 5G, Galaxy A23 5G, এবং Galaxy A14 5G এর মতো এ-সিরিজের একটি ৫জি স্মার্টফোন কিনতে হবে। এই ফোনগুলি ইএমআইয়ের সুবিধার সাথে উপলব্ধ, যেখানে আপনি ১৪ মাস পর্যন্ত মেয়াদে কিস্তির বিকল্প বেছে নিতে পারবেন। সংস্থার ঘোষণা অনুযায়ী, এই মডেলগুলির জন্য কার্যকর ইএমআই মূল্য প্রতিদিন হিসেবে যথাক্রমে ৪৪ টাকা, ৪৭ টাকা, ৪৯ টাকা এবং ৬৪ টাকায় উপলব্ধ থাকবে।

Samsung-এর আপগ্রেড বেনিফিট

  • স্যামসাং আপগ্রেড টু অওসাম্ লয়্যালটি প্রোগ্রামের অধীনে নতুন স্মার্টফোনের জন্য বিনামূল্যে ৬ মাসের জন্য স্যামসাং কেয়ার+ (Samsung Care+) স্ক্রিন প্রোটেকশন কভারেজ পাওয়া যাবে। এটি আলাদাভাবে পেতে গেলে সাধারণত এক বছরের জন্য কয়েক হাজার টাকা খরচ হয়।
  • সবচেয়ে ভালো দিক হল এই প্রোগ্রামে আপনি গ্যালাক্সি এ-সিরিজ স্মার্টফোনে ক্যাশব্যাক ডিল এবং অন্যান্য বেশ কিছু বিশেষ অফার পেতে পারেন।

Samsung-এর লয়্যালটি প্রোগ্রামের ফায়দা কীভাবে রিডিম করবেন?

স্যামসাং আপগ্রেড টু অওসাম্ লয়্যালটি প্রোগ্রামের সুবিধা পেতে আপনার পুরোনো স্যামসাং গ্যালাক্সি ডিভাইসে ‘মাই গ্যালাক্সি’ (My Galaxy) অ্যাপ্লিকেশনটি খুলুন।

আপনি যদি ইতিমধ্যে লগইন না করে থাকেন তবে অ্যাপটিতে আপনার অ্যাকাউন্টে লগইন করুন। আর অ্যাকাউন্ট না থাকলে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।

আপনার কাছে যোগ্য গ্যালাক্সি স্মার্টফোন থাকলে এই অ্যাপটি আপনাকে একটি অফার ব্যানার দেখাবে।

ব্যানার প্রদর্শিত হলে তাতে ক্লিক করুন এবং একটি অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করে একটি ইউনিক কোড তৈরি করুন৷ এই কোড পরে প্রয়োজন হবে।

পরবর্তী পদক্ষেপে ব্র্যান্ডের নতুন গ্যালাক্সি এ-সিরিজ স্মার্টফোন কিনে তাতে আবার ‘মাই গ্যালাক্সি’ অ্যাপ্লিকেশনটি খুলুন এবং পুরোনো ডিভাইসে ব্যবহার করা একই অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।

এরপর অ্যাপটিতে ট্যাপ করে অফার ব্যানারটি খুঁজুন। এক্ষেত্রে অ্যাপটি আপনার ফোন নম্বর এবং আইএমইআই (IMEI) নম্বর ভেরিফাই করবে।

এক্ষেত্রে অ্যাপে জিজ্ঞাসা করা হলে নির্দিষ্ট জায়গায় কোডটি লিখুন। ভেরিফিকেশন সম্পন্ন হলে ৬ মাসের ফ্রি স্যামসাং কেয়ার+ ডিসপ্লে সিকিউরিটি কভারেজ ৪৮ ঘন্টার মধ্যে সক্রিয় হয়ে যাবে।