Moto Razr 3 ফোল্ডেবল ফোনের ব্যাটারি সম্পর্কিত তথ্য অস্বীকার করল Motorola

Motorola তাদের Razr সিরিজে অন্তর্ভুক্ত পরবর্তী প্রজন্মের Moto Razr 3 ফোল্ডেবল স্মার্টফোনটি শীঘ্রই বাজারে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। ব্র্যান্ডটি চলতি মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুতে চীনে তাদের নতুন ফোল্ডেবল হ্যান্ডসেটটি উন্মোচন করার পরিকল্পনা করছে। Moto Razr 3 ডিজাইনের দিক থেকে বড় পরিবর্তনের সাথে আসবে বলে জানা গেছে। বেশি স্ক্রিন-টু-বডি রেশিও অফার করার জন্য এই ডিভাইসে পূর্বসূরির মতো পুরু চিন দেখা যাবে না। এর পাশাপাশি অফিসিয়াল লঞ্চের আগেই, Moto Razr 3 এর কিছু স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। যেমন একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে, Moto Razr 3 ফোল্ডেবল ফোনে ২,৮০০ এমএএইচ ব্যাটারি থাকবে। তবে আজ লেনোভোর মোবাইল ফোন বিজনেস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার চেন জিন (Chen Jin) এই তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন।

Moto Razr 3-এ থাকছে না ২,৮০০ এমএএইচ ব্যাটারি

আইটি হোম (IT Home)-এর নতুন রিপোর্ট অনুযায়ী, মোটোরোলার তরফে আসন্ন মোটো রেজার ৩ ফোল্ডেবল ফোনে ২,৮০০ এমএএইচ ব্যাটারি থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে। লেনোভোর মোবাইল ফোন বিজনেস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার, চেন জিন, চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এর একটি পোস্টে এই বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন। এর থেকেই মনে করা হচ্ছে যে, মোটোরোলা তাদের এই ডিভাইসে আরও কিছুটা বড় ব্যাটারি ব্যবহার করবে। যদিও চেন জিন ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি জানাননি।

প্রসঙ্গত, ব্যাটারি ক্যাপাসিটি অজানা থাকলেও এই ফোনের আরও কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ফাঁস হওয়া লাইভ ইমেজ অনুযায়ী, মোটো রেজার ৩ মডেলে পূর্বসূরির তুলনায় কিছুটা বক্সিয়ার এবং বেশি স্কোয়ার অফ ডিজাইন পরিলক্ষিত হবে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি, যেদিকে পূর্বের মডেলের চিনের ওপরে দেখা যেত, সেটি এখন ফোনের ধারে অবস্থান করবে।

এছাড়াও, Motorola Moto Razr 3 ৬.৭ ইঞ্চির ফোল্ডেবল স্ক্রিনের সাথে আসবে, যা পূর্বসূরির ৬.২ ইঞ্চির স্ক্রিনের চেয়ে বড়। এর কভার স্ক্রিনটির আকার ৩ ইঞ্চি হবে বলে জানা গেছে। ফোল্ডেবল স্ক্রিনটি ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আবার সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লের ওপরে একটি পাঞ্চ-হোল আউট অবস্থান করবে। চেন জিন ওয়েইবোতে Moto Razr 3 হ্যান্ডসেটের কভার স্ক্রিনের একটি নতুন ওয়ালপেপারও প্রদর্শন করেছেন। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে সর্বাধিক ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য, Moto Razr 3-এর কভার স্ক্রিনের নীচে অবস্থিত ডুয়েল-ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা উপস্থিত থাকবে। আর ফোনের সামনে পাঞ্চ-হোল কাটআউটের ভিতরে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এছাড়া, এই ফোল্ডেবল ডিভাইসটিতে একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং ডুয়েল স্পিকার অন্তর্ভুক্ত থাকতে পারে।

উল্লেখ্য, অতীতের রিপোর্ট অনুযায়ী, ইউরোপের বাজারে Moto Razr 3-এর দাম হবে ১,১৪৯ ইউরো (প্রায় ৯৪,৭০০ টাকা)। এছাড়া, এটি শুধুমাত্র কোয়ার্টজ ব্ল্যাক কালারে বাজারে উপলব্ধ হবে।