Samsung Galaxy F55 5G Launch Date

অবাক কান্ড! এবার Samsung-এর নতুন 5G স্মার্টফোনের গোপন তথ্য ফাঁস করল Google

স্যামসাং তাদের জনপ্রিয় Galaxy F সিরিজের পরবর্তী মডেল হিসাবে Samsung Galaxy F55 5G শীঘ্রই বাজারে আনতে চলেছে। গত কয়েক মাস ধরে, স্মার্টফোনটির সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে এবং একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও দেখা গেছে। আর এখন, Samsung Galaxy F55 5G গুগল প্লে কনসোল (Google Play Console)-এর ডেটাবেসে উপস্থিত হয়ে একটি অবাক করার মতো তথ্য সামনে এসেছে।

Samsung Galaxy F55 5G হাজির Google Play Console-এর সাইটে

গুগল প্লে কনসোলের লিস্টিং দেখে স্যামসাং গ্যালাক্সি এফ55 5জি সম্প্রতি লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এম55 5জি-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলে মনে করা হচ্ছে। কেননা প্লে কনসোলে তালিকাভুক্ত স্পেসিফিকেশনগুলি এম55 5জি-এর মতোই, যা দৃঢ়ভাবে রিব্র্যান্ডিংয়ের দিকে নির্দেশ করছে৷

লিস্টিং অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এফ55 5জি-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 প্রসেসরটি থাকবে। এটি অক্টা-কোর প্রসেসর যা পাওয়ার-এফিশিয়েন্ট 4 ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত। এটি দৈনন্দিন কাজ এবং হালকা গেমিংয়ের জন্য মসৃণ পারফরম্যান্স অফার করবে বলে আশা করা যায়। চিপসেটটি 8 জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে বলে জানা গেছে। তবে আরও ভ্যারিয়েন্ট বাজারে আসতে পারে। এছাড়াও জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এফ55 5জি-এর ডিসপ্লেটি 2,400 x 1,080 পিক্সেলের রেজোলিউশন অফার করবে। স্ক্রিনের রিফ্রেশ রেট 120 হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানিয়ে রাখি, Samsung Galaxy F55 5G সম্প্রতি SM-E556B/DS মডেল নম্বর সহ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটেরও অনুমোদন লাভ করেছে, যা এদেশে ফোনটির আগমন নিশ্চিত করে। তাছাড়া, এটিকে স্যামসাং ইন্ডিয়ার সাপোর্ট পেজেও দেখা গেছে। যদিও, ক্যামেরা সেটআপ এবং ব্যাটারির ক্ষমতা সম্পর্কে বিশদ তথ্য এখনও জানা যায়নি, তবে যেহেতু এটি Galaxy M55 5G-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে, তাই এতে ট্রিপল-লেন্স রিয়ার ক্যামেরা সিস্টেম এবং একটি বড় ব্যাটারি থাকবে বলে আশা করা যায়।