Yamaha-র এই বাইক দেখলে প্রেমে পড়বেন, এদেশে কবে আসবে, ফিচার্স কেমন? জানুন

ইয়ামাহা (Yamaha) উঠতি রাইডারদের পছন্দের কথা মাথায় রেখে তাদের জনপ্রিয় নেকেড স্ট্রিটফাইটার বাইকের নিউ জেনারেশন মডেল নিয়ে হাজির হয়েছে। আগামী ৭ নভেম্বর ইতালির মিলানে মোটরসাইকেল শোতে জনসমক্ষে আসবে এটি। বাইকটির ফিচার্স, ডিজাইন এবং কারিগরিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে ইয়ামাহা।

2024 Yamaha MT-09 উন্মোচিত হল

বাইকটির সার্বিক সক্ষমতা বাড়াতে সাসপেনশন আপডেট করা হয়েছে। যার কারণে আগের তুলনায় সাম্যাবস্থা বৃদ্ধি পেয়েছে বলে দাবি সংস্থার। এখনকার মডেলটি Bridgestone Battlax Hypersport S23 টায়ারে ছুটবে। আবার এর সিটিং পজিশনেও কিছু বদল ঘটনা হয়েছে।

নতুন Yamaha MT-09 বাইকে দেওয়া হয়েছে ভিন্ন ডিজাইনের ফুয়েল ট্যাঙ্ক, যেখানে ফ্রন্ট ফেশিয়াতে আরও ক্লিন লুকিং এলইডি হেডলাইট নজরে পড়েছে। অন্যান্য হাইলাইট হিসেবে রাইড কন্ট্রোল সিস্টেম, ক্রুজ কন্ট্রোল, কানেক্টেড টেক সহ ৫-ইঞ্চি ফুল কালার টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং টাইপ সি চার্জিং পোর্টের কথা বলতে হয়।

ইয়ামাহা এখনও মেকানিক্যাল স্পেসিফিকেশন প্রকাশ করেনি। কেবল জানানো হয়েছে, টর্ক বেশি মিলবে। বর্তমানে MT-09 থ্রি সিলিন্ডার, লিকুইড কুল্ড, ৮৪৭ সিসি ইঞ্জিনে দৌড়য়, যা ১০,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১১৩ এইচপি এবং ৮,০০০ আরপিএম গতিতে ৮৭.৫ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে উপস্থিত সিক্স স্পিড গিয়ারবক্স। বাইকটি আগামী বছর ভারতে লঞ্চ হতে পারে।