Samsung Galaxy A03s বাজেট প্রেমী মানুষদের জন্য লঞ্চ হল, রয়েছে 5000mAh ব্যাটারি ও তিনটি ক্যামেরা

Samsung Galaxy A03s প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হল। গত কয়েক সপ্তাহ ধরে এই ফোনটিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যাচ্ছিল। ফলে অনুমান করা হচ্ছিল, ফোনটি দ্রুত…

Samsung Galaxy A03s প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হল। গত কয়েক সপ্তাহ ধরে এই ফোনটিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যাচ্ছিল। ফলে অনুমান করা হচ্ছিল, ফোনটি দ্রুত বাজারে আসবে। Samsung Galaxy A03s ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। এছাড়া এই ফোনে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ১৩ মেগাপিক্সেল ট্রিপল‌ রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আসুন Samsung Galaxy A03s এর দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A03s এর দাম ও লভ্যতা

স্যামসাং গ্যালাক্সি এ০৩এস ফোনের ৩ জিবি র‌্যাম‌ ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১১,৪৯৯ টাকা। আবার ফোনটির ৪ জিবি র‌্যাম‌ ও‌ ৬৪ জিবি স্টোরেজের মূল্য ১২,৪৯৯ টাকা। গ্যালাক্সি এ০৩এস ‌ফোনটি আজ থেকে Samsung India ওয়েবসাইটে পাওয়া যাবে।

লঞ্চ অফার হিসেবে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা ফোনটি কেনার সময় ১,০০০ টাকা ছাড় পাবেন।

Samsung Galaxy A03s এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের স্যামসাং গ্যালাক্সি এ০৩এস ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) ইনফিনিটি ভি টিএফটি ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লের এসপেক্ট রেশিও ২০:৯। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। স্যামসাং গ্যালাক্সি এ০৩এস ৩/৪ জিবি র‌্যাম‌ ও ৩২/৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A03s ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও দুটি ২ মেগাপিক্সেল ডেপ্থ ও ম্যাক্রো সেন্সর‌ (এফ/২.৪ অ্যাপারচার)। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। সিকিউরিটির জন্য Samsung Galaxy A03s ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ানইউআই ৩.১ কাস্টম ওস-এ চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A03s এসেছে ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে‌‌। কানেক্টিভিটি অপশনের মধ্যে এতে আছে, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক। ফোনটির ওজন ১৯৬ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন