ফিচারে ঠাসা Samsung Galaxy A04, Galaxy A04e ভারতে লঞ্চ হল, দাম শুরু মাত্র ৯,২৯৯ টাকা থেকে

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung সম্প্রতি Galaxy A04 এবং Galaxy A04e নামের দুটি বাজেট-রেঞ্জের স্মার্টফোনকে ভারতে লঞ্চ করেছে। নবাগত দুটি স্মার্টফোনকে সেই সমস্ত ক্রেতাদের জন্য আনা হয়েছে, যারা “সাশ্রয়ী মূল্যে স্মুথ মাল্টিটাস্কিং” করার জন্য হ্যান্ডসেট খুঁজছেন। উক্ত দুটি ফোনে ক্যামেরা ও স্টোরেজ কনফিগারেশনের ভিন্নতা ব্যতীত আর কোনো পার্থক্য নেই। এক্ষেত্রে বিশেষত্ব হিসাবে এগুলিতে – HD+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি৩৫ চিপসেট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ডিপ স্লিপ মোড এবং র‌্যাম প্লাস ফিচার উপলব্ধ। আর ফোনগুলির দাম শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা থেকে। যদিও Samsung Galaxy A04 এসেছে ২টি স্টোরেজ ভ্যারিয়েন্টে এবং Galaxy A04e -কে পাওয়া যাবে ৩টি স্টোরেজ অপশনে।

স্যামসাং গ্যালাক্সি এ০৪ ও গ্যালাক্সি এ০৪ই -এর দাম এবং প্রাপ্যতা (Samsung Galaxy A04 & Galaxy A04e Price and Availability)

স্যামসাং গ্যালাক্সি এ০৪ স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে, যার মধ্যে ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ অপশনের বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে ১১,৯৯৯ টাকা। অন্যদিকে ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। এটি – গ্রীন, কপার এবং ব্ল্যাক কালার বিকল্পে এসেছে।

অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এ০৪ই স্মার্টফোনটি এসেছে তিনটি স্টোরেজ অপশনের সাথে। এক্ষেত্রে, ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ, ৩ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে যথাক্রমে ৯,২৯৯ টাকা, ৯,৯৯৯ টাকা এবং ১১,৪৯৯ টাকা। এটিকে – লাইট ব্লু এবং কপার কালার অপশনে বেছে নেওয়া যাবে।

লভ্যতার কথা বললে, স্যামসাংয়ের গ্যালাক্সি এ-সিরিজ অধীনস্ত এই দুটি স্মার্টফোনকে আগামী ২০ই ডিসেম্বর থেকে স্যামসাং ইন্ডিয়ার ই-স্টোর এবং অফিসিয়াল রিটেল স্টোরগুলির মাধ্যমে পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি এ০৪ ও গ্যালাক্সি এ০৪ই -এর স্পেসিফিকেশন (Samsung Galaxy A04 & Galaxy A04e Specifications)

স্যামসাং গ্যালাক্সি এ০৪ এবং গ্যালাক্সি এ০৪ই স্মার্টফোন দুটির কনফিগারেশন প্রায় অনুরূপ। যদিও ক্যামেরা বিভাগে পার্থক্য নজরে পড়বে। যাইহোক, উভয় মডেলেই ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস ইনফিনিটি-ভি ডিসপ্লে প্যানেল রয়েছে। পারফরম্যান্সের জন্য দুটি মডেলেই ২.৩ গিগাহার্টজ ক্লক রেটের মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এগুলি অ্যান্ড্রয়েড ১২ ওএস চালিত। স্টোরেজ হিসাবে ডিভাইসে ৪ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে। যদিও উপলব্ধ র‌্যাম প্লাস (RAMPlus) ফিচারের মাধ্যমে ইন্টারনাল স্টোরেজকে র‌্যামে রূপান্তর করে ব্যবহার করা যাবে।

এবার আসি পার্থক্যের বিষয়ে। Samsung Galaxy A04 ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর৷ অন্যদিকে Galaxy A04e এসেছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ শুটার সহ। যদিও উভয় স্মার্টফোনেরই সেলফি সেন্সরের রেজোলিউশন এক সমান, অর্থাৎ ৫ মেগাপিক্সেলের।

দুটি স্মার্টফোনের কানেক্টিভিটি বিকল্পগুলি কমবেশি একই রকম। এক্ষেত্রে এগুলিতে – ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন (২.৪ গিগাহার্টজ), ব্লুটুথ ভি৫.০ এবং LTE অন্তর্ভুক্ত৷ পাওয়ার ব্যাকআপের জন্য Galaxy A04 এবং Galaxy A04e স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টের মাধ্যমে চার্জযোগ্য। ফোন দুটিতে AI পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে। যার দরুন ফোনটি ৩ দিনের দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। পরিশেষে নিরাপত্তার জন্য স্যামসাং আনীত এই ফোন-দ্বয়ে ফেস রিকগনিশন এবং ফাস্ট ডিভাইস আনলক ফিচার সাপোর্ট বর্তমান।