Samsung Galaxy A14 5G: কম দামে ৫জি ফোন আনছে স্যামসাং, রহস্যময় প্রসেসরের সঙ্গে দর্শন মিলল

স্যামসাং (Samsung) তাদের Galaxy A সিরিজের অধীনে বেশ কয়েকটি কমদামী স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি শীঘ্রই Samsung Galaxy A14 4G এবং Galaxy A14 5G মডেল দুটি লঞ্চ করতে পারে। Galaxy 14 4G ইতিমধ্যেই গিকবেঞ্চ (Geekbench)-এ উপস্থিত হয়েছে এবং Galaxy A14 5G ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) ডেটাবেসে স্পট করা গেছে। আর এখন, ৫জি ভ্যারিয়েন্টটি একটি অজানা চিপসেটের সাথে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম (Geekbench)-এ উপস্থিত হয়েছে। চলুন তাহলে বেঞ্চমার্ক তালিকা থেকে আপকামিং স্যামসাং ফোনটির সম্পর্কে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।

Galaxy A14 5G-কে দেখা গেল Geekbench ডেটাবেসে

SM-A146B মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ফোনটি গিকবেঞ্চের সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই সাইটের তালিকাটি প্রকাশ করেছে যে, ফোনটি ৪ জিবি র‍্যাম সহ আসবে এবং অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেমে রান করবে। আবার লিস্টিং অনুযায়ী, এই স্যামসাং হ্যান্ডসেটে যে অক্টা-কোর প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, তার মডেল নম্বর হল S5E8535 এবং এর দুটি কোর ২.৪ গিগাহার্টজে রান করে ও বাকি ছয়টি কোরের ক্লক স্পিড ২.০ গিগাহার্টজ। এই চিপসেটের সাথে মালি-জি৬৮ জিপিইউ-টিও যুক্ত রয়েছে। বেঞ্চমার্ক তালিকায়, গ্যালাক্সি এ১৪ ৫জি-তে ব্যবহৃত চিপটির নাম প্রকাশ করা হয়নি। তবে, এর আগে একটি রিপোর্টে উল্লেখ করা হয় যে, S5E8535 হল একটি আসন্ন মিড-রেঞ্জ এক্সিনস চিপসেট যা শীঘ্রই উন্মোচন করা হতে পারে।

বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি গিকবেঞ্চ ৫ (Geekbench 5)-এর সিঙ্গেল-কোর টেস্টে ৭৭০ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ২,১৫১ পয়েন্ট স্কোর করেছে। শোনা যাচ্ছে যে, এই ফোনে ব্যবহৃত নতুন এক্সিনস চিপসেটটি এক্সিনস ৮৫০-এর উত্তরসূরি হবে। তবে, ফলাফলগুলি দেখায় যে চিপসেটটি বর্তমান এক্সিনস ১২৮০ চিপসেটের থেকে ভালো পারফর্ম করেছে।

উল্লেখ্য সাম্প্রতিক রিপোর্টগুলি থেকে জানা গেছে যে, Samsung Galaxy A14 5G ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.০ (One UI 5.0) ইউজার ইন্টারফেসে রান করবে এবং সম্ভবত এতে একটি ইনফিনিটি ইউ (Infinity U) ডিসপ্লে থাকবে। এর অন্যান্য ফিচারগুলির মধ্যে চার্জিং এবং ডেটা স্থানান্তরের জন্য একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত থাকবে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

28 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

35 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

44 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

55 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago