Samsung Galaxy A52 4G এর লঞ্চ আসন্ন, ফিচার ফাঁস করলো গুগল প্লে কনসোল

আগামী ১৭ মার্চ লঞ্চ হবে Samsung Galaxy A52 5G। তবে ওইদিনই এর 4G ভার্সনও লঞ্চ হতে পারে। সম্প্রতি এই ফোনকে গুগল প্লে কনসোলে (Google Play Console) দেখা গেছে। যা নির্দেশ করে স্যামসাং গ্যালাক্সি এ৫২ ৪জি শীঘ্রই বাজারে আসবে। এর আগেও এই ফোনকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। গুগল প্লে কনসোল থেকে ফোনটির প্রসেসর, ডিসপ্লে ডিজাইন, রেজোলিউশন, অপারেটিং সিস্টেম ও জিপিইউ সম্পর্কে জানা গেছে।

গুগল প্লে কনসোলে Samsung Galaxy A52 4G কে SM-A525F মডেল নম্বরের সাথে তালিকাভুক্ত করা হয়েছে। এখানে ফোনটি ৮ জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও জানা গেছে এই ফোনে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম থাকবে। সাথে অবশ্যই আমরা ওয়ান ইউআই কাস্টম স্কিন দেখবো।

আবার গুগল প্লে কনসোল অনুযায়ী, এই ফোনে ব্যবহার করা হবে Qualcomm SM7125 প্রসেসর, যা স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসরের কোডনেম। গ্রাফিক্সের জন্য এতে থাকবে ৬১৮ জিপিইউ। এর ডিসপ্লে রেজোলিউশন হবে ফুল এইচডি প্লাস (১০৮০পি) এবং স্ক্রিন ডেন্সিটি হবে ৪২০। আবার ডিজাইন হবে পাঞ্চ হোল, যাকে স্যামসাংয়ের ভাষায় ইনফিনিটি O বলা হয়।

Samsung Galaxy A52 4G সম্পর্কে এর আগে কি জানা গিয়েছিল

বিভিন্ন সার্টিফিকেশন সাইট ও টিপস্টারদের থেকে জানা গিয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ৫২ ৪জি ৬.৫ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে। এর রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। এই জল ও ধূলো প্রতিরোধের জন্য এতে থাকবে IP67 রেটিং। ফোনটির পিছনে আছে চারটি ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল-৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা, ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন