ডবল ধামাকা, Samsung Galaxy A14 5G আসছে Exynos 1300 ও Dimensity 700 প্রসেসরের সাথে

Samsung Galaxy A14 5G শীঘ্রই বাজারে আসতে চলেছে। ইতিমধ্যেই এই ফোন কে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। শুধু তাই নয়, ফোনটির জন্য ইতিমধ্যেই স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে একটি সাপোর্ট পেজ লাইভ হয়েছে। এখন আবার Samsung Galaxy A14 5G কে গুগল প্লে কনসোলে খুঁজে পাওয়া গেল। এখান থেকে ডিভাইসটির বিভিন্ন তথ্য সামনে এসেছে।

গুগল প্লে কনসোলে Samsung Galaxy A14 5G, “Samsung S5e8535” কোডনেমের চিপসেট সহ অন্তর্ভুক্ত হয়েছে।‌ এই কোডনেম এক্সিনস ১৩০০ প্রসেসর কে নির্দেশ করে। লিস্টিং থেকে আরও জানা গেছে যে, এই চিপের দুটি কর্টেক্স এ৭৮ কোরের ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ এবং ছটি এ৫৫ কোরের ক্লক স্পিড ২.০ গিগাহার্টজ। এছাড়া এই প্রসেসরের সাথে মালি জি৬৮ জিপিইউ যুক্ত।

আবার, স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ফোনে ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি ৬ জিবি র‌্যাম সহ আসবে বলে জানা গেছে।

উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি এর আরেকটি ভ্যারিয়েন্ট থাকবে বলে জানা গেছে, যাতে ব্যবহার হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। এর আগে গ্যালাক্সি এ১৩ ৫জি ফোনেও একই প্রসেসর ছিল।

এর আগে সামনে এসেছিল যে, Samsung Galaxy A14 5G ফোনে থাকবে ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে দেওয়া হবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর পাওয়া যাবে। এছাড়া ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।