Samsung Galaxy A15 5G Bluetooth SIG Certified

অল্প দামে পাবেন প্রিমিয়াম ফিচার্স! Samsung Galaxy A15 5G লঞ্চ হতে আর বেশি দেরি নেই

স্যামসাং চলতি সপ্তাহেই ভারতের বাজারে বাজেট রেঞ্জের Samsung Galaxy A05 হ্যান্ডসেটটির লঞ্চের সাথে তাদের সাম্প্রতিকতম প্রজন্মের Galaxy A সিরিজের স্মার্টফোনগুলিকে প্রকাশ করতে শুরু করেছে। বর্তমান শোনা যাচ্ছে যে, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি কোম্পানিটি নতুন Samsung Galaxy A15 5G ফোনটিকে বাজারে আনার পরিকল্পনা করছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেট চেইন ওয়ালমার্ট (Walmart)-এর সাইটে ডিভাইসটির স্পেসিফিকেশন এবং মূল্য প্রকাশ করা হয়েছে। আর এখন Samsung Galaxy A15 5G ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG)-এর প্ল্যাটফর্মে হাজির হয়েছে। আসুন এই সার্টিফিকেশনটি থেকে আপকামিং স্যামসাং ফোনটি সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, বিস্তারিত জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A15 5G পেল Bluetooth SIG-এর অনুমোদন

ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ সার্টিফিকেশন প্ল্যাটফর্মটি স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি-কে সবুজ সংকেত দেখিয়েছে, যা এর আসন্ন গ্লোবাল লঞ্চের ইঙ্গিত দেয়। এই ৫জি সংযোগ যুক্ত ডিভাইসটি তার ৪জি সংস্করণের সাথে ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন লাভ করেছে। উল্লেখযোগ্যভাবে, সার্টিফিকেশনটি আসন্ন ফোনে ব্লুটুথ ভি৫.৩-এর সাপোর্ট থাকবে বলে নিশ্চিত করেছে।

Samsung Galaxy A15 5G-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ওয়ালমার্ট-এর মাধ্যমে ফাঁস হওয়া বিবরণ অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি-তে ৬.৫ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা প্রাণবন্ত এবং আকর্ষণীয় ভিজ্যুয়াল অফার করবে। ফোনটি একটি মিডিয়াটেক চিপসেটের সাথে আসবে, যা ডাইমেনসিটি ৬১০০ প্লাস হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটিতে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া, অতিরিক্ত স্টোরেজ স্পেসের জন্য এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও অন্তর্ভুক্ত থাকবে।

ক্যামেরার ক্ষেত্রে, Samsung Galaxy A15 5G-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy A15 5G-তে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পরিশেষে, ওয়ালমার্ট প্রকাশ করেছে যে, স্মার্টফোনটি ১৩৯ ডলার (প্রায় ১১,৫৮৫ টাকা) মূল্যে পাওয়া যাবে।

জানিয়ে রাখি, স্যামসাং সম্প্রতি Galaxy Buds সিরিজের জন্য পোকেমন (Pokemon)-থিমযুক্ত কেস লঞ্চ করেছে। এই পোকেবল আকৃতির কেসগুলি আল্ট্রাবল, গ্রেটবল এবং মাস্টারবল ডিজাইনের থিমযুক্ত এবং সহজেই Samsung Galaxy Buds 2 Pro, Galaxy Buds Pro, Galaxy Buds 2, Galaxy Buds Live এবং Galaxy Buds FE-তে সংযুক্ত করা যায়। এগুলি বর্তমানে স্পেনে উপলব্ধ এবং শীঘ্রই বিশ্বের অন্যান্য অঞ্চলে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে৷