Samsung বাজারে আনছে নতুন স্মার্টফোন Galaxy A16, মিলবে 4G ও 5G উভয় ভার্সনে

স্যামসাং গ্যালাক্সি এ১৬ ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে। ডিভাইসটি ৪জি এবং ৫জি – উভয় সংস্করণেই লঞ্চ হবে।

Samsung Galaxy A16 5G Spotted On Uk Carrier Ee Database

স্যামসাং তাদের গ্যালাক্সি এ১৫ লাইনআপের উত্তরসূরি মডেলের ওপর কাজ করছে বলে জানা গেছে। আপাতত স্যামসাং গ্যালাক্সি এ১৬ নামে পরিচিত এই স্মার্টফোনটি, যুক্তরাজ্যের ক্যারিয়ার, ইই-এর ডেটাবেসে উপস্থিত হয়েছে। এই লিস্টিং থেকে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি এ১৬ ফোনটি যুক্তরাজ্যের ক্যারিয়ারের ডেটাবেসে

ইই ডেটাবেসের লিস্টিংটি ডিভাইসের সাথে যুক্ত একাধিক মডেল নম্বর প্রকাশ করে, সম্ভবত এগুলি ডিভাইসের বিভিন্ন ভ্যারিয়েন্ট হবে। এর মধ্যে রয়েছে:

এসএম-এ১৬৬০: স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ডিইউওএস
এসএম-এ১৬৬ইউ: স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি
এসএম-এ১৬৬এম: স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি
এসএম-এ১৬৬বি: স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ডিইউওএস
এসএম-এ১৬৬ই: স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ডিইউওএস
এসএম-এ১৬৬এম: স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ডিইউওএস
এসএম-এ১৬৬পি: স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ডিইউওএস
এসএম-এ১৬৫এফ ডিএসবি: স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ডিইউওএস
এসএম-এ১৬৫এফ: স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ডিইউওএস

যদিও এই পর্যায়ে সুনির্দিষ্ট তথ্যের অভাব আছে, তবে কিছু মডেল নম্বরের শেষে থাকা “ডিইউওএস” ডুয়েল সিম ক্ষমতা নির্দেশ করে। ৫জি ট্যাগ না থাকায়, স্যামসাং গ্যালাক্সি এ১৬ ফোনটি ৪জি মডেল বলে মনে করা হচ্ছে।

এখানে লক্ষণীয় যে, এসএম-এ১৬৫এফ মডেল নম্বরের জন্য একটি পৃথক লিস্টিংও আইএমইআই ডেটাবেসে দেখা গেছে, তবে এটি ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই প্রকাশ করেনি। এখন জানা গেছে যে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ফোনটি পূর্বসূরির মতো ৪জি এবং ৫জি উভয় মডেলেই কাজ করছে।

যদিও স্যামসাং গ্যালাক্সি এ১৬ সম্পর্কে বিশদ বিবরণ বর্তমানে সীমিত, তবে বৈশিষ্ট্যগুলি এর পূর্বসূরির ওপর ভিত্তি করে অনুমান করা যুক্তিসঙ্গত। স্যামসাং গ্যালাক্সি এ১৫ হ্যান্ডসেটে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট, আর ৪জি ভ্যারিয়েন্টে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসরটি রয়েছে। ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

আশা করা যায়, স্যামসাং গ্যালাক্সি এ১৬ সিরিজটির বিভিন্ন উপাদানে পরিমার্জন বা আপগ্রেড করা হবে। তবে, নতুন মডেল সম্পর্কিত বিশদ তথ্য এই মুহূর্তে অধরা রয়ে গেছে। স্যামসাং এখনও আনুষ্ঠানিকভাবে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ফোনের অস্তিত্ব স্বীকার করেনি। তবে ডিভাইসটির স্পেসিফিকেশন, লঞ্চের তারিখ এবং মূল্য সম্পর্কে আরও বিশদ তথ্য আগামী মাসগুলিতে সামনে আসবে বলে আশা করা হচ্ছে।