অনলাইনে দেখতে পাওয়া খবর সত্যি কি না কীভাবে যাচাই করবেন? Google জানাল তিনটি টিপস

যত দিন যাচ্ছে, করোনা ভাইরাসের মারণ সংক্রমণ বিশ্বব্যাপী ব্যাপকভাবে জাল বিস্তার করছে। ভ্যাকসিন বাজারে এসে গেলেও তার দ্বারা কোনোভাবেই এই সংক্রমণকে প্রতিহত করা যাচ্ছে না। ফলে এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচার উপায় মানুষ হন্যে হয়ে খুঁজে চলেছে। আর ‘নানা মুনির নানা মত’ হওয়ায় নানারকম বিভ্রান্তিকর তথ্য (মূলত করোনার ভ্যাকসিন সংক্রান্ত), মেসেজ এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়ছে, এবং অধিকাংশ মানুষই এসবের দ্বারা প্রভাবিত হয়ে বিভ্রান্ত হচ্ছেন (এবং কোনো কোনো ক্ষেত্রে হ্যাকারদের প্রতারণার শিকার হচ্ছেন)। তাই এইসব বন্ধ করতে ও মানুষকে সতর্ক করতে এবার এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিল টেক জায়ান্ট Google।

অনলাইনে COVID-19 ও তার ভ্যাকসিন প্রোগ্রাম সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য, ভুয়ো মেসেজ, বিভিন্ন ইমেজ এবং ভিডিওর দ্বারা মানুষ যাতে কোনোভাবেই প্রভাবিত বা বিভ্রান্ত না হন, তার জন্য মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোস্টে তিনটি টিপস শেয়ার করেছে Google। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, এই তিনটি টিপস মেনে চললে মানুষ খুব সহজেই COVID-19 সম্পর্কিত যাবতীয় বিশ্বাসযোগ্য খবর এবং লেটেস্ট আপডেট জানতে সক্ষম হবেন, এবং ভুল খবরের দ্বারা প্রভাবিত হওয়া থেকে নিজেদেরকে বাঁচাতে পারবেন। কি এই তিনটি টিপস, আসুন জানি…

১. যে-কোনো ছবি ভুয়ো না আসল (এবং তার প্রেক্ষাপট) তা যাচাই করুন। তার জন্য ছবিটির উপর রাইট ক্লিক করুন এবং তারপর “Search Google for Image” সিলেক্ট করুন।

২. আপনি যদি কোনো অনির্ভরযোগ্য শিরোনাম দেখতে পান এবং দেখে আপনার মনে সন্দেহের উদ্রেক হয়, তবে সেই সন্দেহজনক শিরোনামগুলি ডাবল-চেক করুন। তার জন্য Google Fact Check Explorer-এ সেগুলি সার্চ করুন।

৩. অ্যাডিশনাল কভারেজ আছে কি না তা চেক করুন। কোনো একটি টপিকের ওপর অন্য নিউজ পোর্টালগুলিও একই রিপোর্ট দিচ্ছে কি না, তা চেক করার জন্য news.google.com-এ সার্চ করুন।

অনলাইনে কীভাবে ভুল তথ্য চিহ্নিত করা যায়, সে সম্পর্কে Google-এর অফিসিয়াল ব্লগের একটি লিঙ্কও রয়েছে এই টুইটটিতে। এই বছরের মার্চ মাসে শেয়ার করা এই ব্লগে বলা হয়েছে যে, গত ১২ মাসে ভারতে গুগলে “is it true that…” (“এটা কি সত্য যে…”) সার্চ করার চাইতে “how you can make espresso” (“কিভাবে এসপ্রেসো কফি তৈরি করতে হয়”) সার্চ করার সংখ্যা অনেক বেশি। গত বছরে করোনাকালে ডালগোনা (Dalgona) কফির প্রতি মারাত্মক উন্মাদনার কারণে এমন ঘটনা ঘটেছে বলে অনেকে মনে করছেন। তবে COVID-19 সংক্রান্ত যে-কোনো খবর সামনে এলে তা যদি চেক করে নেওয়া হয়, তাহলে ভুল খবরের হাত থেকে অনেকাংশে রক্ষা পাওয়া সম্ভব বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে Google News Initiative। তাই সঠিক তথ্য জানতে আমাদের সকলেরই গুগলের টিপস মেনে চলা উচিত।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন