Samsung Galaxy A24 অ্যামোলেড ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম ও বিশেষত্ব জানুন

Published on:

Samsung Galaxy A24 launched

স্যামসাং (Samsung) আজ আরও একটি মিড-রেঞ্জ A-সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Samsung Galaxy A24। ভিয়েতনামে আত্মপ্রকাশ করা এই নবাগত হ্যান্ডসেটটিতে ফুলএইচডি+ রেজোলিউশন সহ সুপার অ্যামোলেড (S-AMOLED) ডিসপ্লে রয়েছে এবং এটি MediaTek Helio G99 প্রসেসর দ্বারা চালিত। আবার এলটিই-ওনলি Samsung Galaxy A24 ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট অফার করে। আসুন এই নয়া Galaxy A-সিরিজের ফোনটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A24-এর স্পেসিফিকেশন এবং ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ২৪ ফোনে ফুলএইচডি+ (১,০৮০ x ২,৩৪০ পিক্সেল) রেজোলিউশন এবং ইনফিনিটি-ইউ নচ সহ ৬.৫ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে প্যানেলটি ১,০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্যামসাং ফোনে ২.২ গিগাহার্টজের পিক ফ্রিকোয়েন্সি সহ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। যদিও, এর নামটি কোম্পানির তরফে এখনও প্রকাশ করা হয়নি। তবে, বেঞ্চমার্ক তালিকা এবং পূর্ববর্তী লিকগুলি নির্দেশ করেছে যে, গ্যালাক্সি এ২৪ মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত হবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি এ২৪-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অবস্থান করছে। আর প্রধান ক্যামেরার সাথে যুক্ত রয়েছে ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং এলইডি ফ্ল্যাশ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, নতুন Samsung Galaxy A24-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, কিন্তু স্যামসাং এখনও ডিভাইসটির চার্জিং ক্ষমতা প্রকাশ করেনি। তবে অনুমান করা হচ্ছে, এতে সম্ভবত ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য, Samsung Galaxy A24-এ একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। এছাড়াও, ডিভাইসটি ইউএসবি ২.০ টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অফার করবে। Galaxy A-সিরিজের ফোনটির ওজন ১৯৫ গ্রাম এবং এর পরিমাপ ১৬২.১ x ৭৭.৬ x ৮.৩ মিলিমিটার। পরিশেষে, Galaxy A24-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে ডুয়েল-সিম সাপোর্ট, ৪জি সংযোগ, ওয়াইফাই এ/বি/জি/এন/এসি, ব্লুটুথ ৫.০, এনএফসি, জিপিএস, গ্লোনাস, বেইদোউ এবং গ্যালিলিও।

Samsung Galaxy A24-এর মূল্য এবং লভ্যতা

Samsung Galaxy A24 দুটি কনফিগারেশনে পাওয়া যাবে – ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ। তবে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এখনও হ্যান্ডসেটের দাম প্রকাশ করেনি। যদিও নিশ্চিত করা হয়েছে যে, Samsung Galaxy A24 লাইম গ্রিন, ভ্যাম্পায়ার ব্ল্যাক, সিলভার মিরর এবং বারগান্ডি – এই চারটি আকর্ষণীয় কালার অপশনে বেছে নেওয়া যাবে। এই নয়া Galaxy A-সিরিজের ফোনের তালিকাটি স্যামসাংয়ের ভিয়েতনাম শাখার ওয়েবসাইটে লাইভ রয়েছে এবং আশা করা যায় যে এটি ভারতেও শীঘ্রই বিক্রির জন্য উপলব্ধ হবে। তবে, স্যামসাং এখনও ভারত এবং বিশ্ববাজারে Galaxy A24-এর উপলব্ধতা সম্পর্কে কিছু নিশ্চিত করেনি।

সঙ্গে থাকুন ➥