৪৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসছে Samsung Galaxy A24, থাকবে ৬ জিবি র‌্যাম

Published on:

Samsung Galaxy A24 Specifications Leak

দক্ষিণ কোরিয়া ভিত্তিক জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং বর্তমানে তাদের A-সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে, যা Samsung Galaxy A24 নামে আত্মপ্রকাশ করবে। এটি এবছর মার্চ মাসে লঞ্চ হওয়া Galaxy A23-এর আপগ্রেডেড সংস্করণ হিসেবে খুব শীঘ্রই বাজারে আসতে পারে। যদিও, স্যামসাংয়ের আসন্ন ডিভাইসটির লঞ্চ টাইমলাইন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে, লঞ্চের আগেই এখন একটি নতুন রিপোর্টের মাধ্যমে Galaxy A24-এর মূল স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এসেছে। চলুন তাহলে এগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ফাঁস হল Samsung Galaxy A24-এর মূল স্পেসিফিকেশন

ভিয়েতনামের প্রকাশনা দ্য পিক্সেল (The Pixel)-এর একটি সাম্প্রতিক রিপোর্টে স্যামসাং গ্যালাক্সি এ২৪-এর প্রধান স্পেসিফিকেশনগুলি শেয়ার করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই ফোনে ফুল-এইচডি+ রেজোলিউশন সহ ৬.২৪ ইঞ্চির সুপার-অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। তবে, সেলফি ক্যামেরার জন্য এর ডিসপ্লেতে ওয়াটারড্রপ নচ থাকবে নাকি পাঞ্চ-হোল কাটআউট-তা এখনও স্পষ্ট নয়। স্মার্টফোনের ডিজাইনটিও এখনও সামনে আসেনি।

এছাড়াও রিপোর্টে বলা হয়েছে যে, গ্যালাক্সি এ২৪ স্যামসাংয়ের ইন-হাউস এক্সিনস ৭৯০৪ প্রসেসর দ্বারা চালিত হবে, যা প্রায় চার বছরের পুরনো। এই স্মার্টফোনে ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে বলে জানা গেছে, তবে লঞ্চের সময় এর আরও কয়েকটি স্টোরেজ ভ্যারিয়েন্টও বাজারে আসতে পারে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A24-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেলের একটি তৃতীয় সেন্সর অবস্থান করবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A24 ৪,০০০ এমএএইচ ব্যাটারি সাথে আসবে, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। উল্লেখযোগ্যভাবে, এই স্পেসিফিকেশনগুলি পর্যবেক্ষণ করে মনে করা হচ্ছে যে, পূর্বসূরি Galaxy A23-এর তুলনায় আসন্ন হ্যান্ডসেটের হার্ডওয়্যারটি খানিকটা ডাউনগ্রেড হয়েছে। তবে যেহেতু এটি একটি লিক, তাই প্রদত্ত তথ্যগুলি কতটা সত্য, তা সময়ই বলতে পারবে।

সঙ্গে থাকুন ➥