Samsung Galaxy S22, Galaxy S22+, Galaxy S22 Ultra-র ডামি মডেলের ভিডিও ফাঁস, দেখে নিন ডিজাইন

বহু প্রতীক্ষিত Samsung Galaxy S22 (স্যামসাং গ্যালাক্সি এস২২) সিরিজের লঞ্চ আরো সন্নিকটে এসে পড়েছে? আসলে জানুয়ারিতে মুক্তি পাওয়া Galaxy S21 সিরিজের উত্তরসূরি স্মার্টফোনগুলির একটি ভিডিও জনৈক টিপস্টারের সৌজন্যে এখন অনলাইনে ফাঁস হয়েছে, যা থেকে প্রকাশ্যে এসেছে এই সিরিজের তিন-তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইন। ওই ভিডিওতে প্রদর্শিত তিনটি Samsung Galaxy S22 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের (ডামি) ডিজাইনের সাথে, আগের রিপোর্টগুলি থেকে সামনে আসা ডিজাইনের কোনো তফাত নেই। উল্লেখ্য, কিছুদিন আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, Samsung Galaxy S22 Ultra ফোনটি আগামী ৮ ফেব্রুয়ারি Galaxy S22 Note নামে লঞ্চ হতে পারে।

Samsung Galaxy S22 সিরিজের ডামি স্মার্টফোনের ভিডিও ফাঁস

টিপস্টার স্টিভ হেমারস্টোফার (যিনি @OnLeaks নামে পরিচিত) দ্বারা শেয়ার করা এই ভিডিওতে আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের ডিজাইন মোটামুটি দৃশ্যমান। টিপস্টার এই ডিজাইনগুলিকে স্যামসাং স্মার্টফোনের ডামি মডেল বলছেন বটে, কিন্তু এর সাথে Google Pixel 6A এবং OnePlus 10 Pro-এর বেশ মিল দেখা গেছে।

ডিজাইনের কথা বললে, বেস মডেল, গ্যালাক্সি এস২২ এবং গ্যালাক্সি এস২২ প্লাসকে দেখতে অনেকটাই এগুলির পূর্বসূরি অর্থাৎ গ্যালাক্সি এস২১ এবং গ্যালাক্সি এস২১ প্লাসের মতো। যদিও একেবারে যে পার্থক্য নেই তা বলা চলে না। আসলে আসন্ন গ্যালাক্সি এস২২ সিরিজটিতে মেটাল ফ্রেমের উপস্থিতি (পড়ুন iPhone 13 লাইনআপের মতো এবং একটি চকচকে ব্যাক ফিনিশ) দেখা যাবে বলে ভিডিও দেখে মনে হচ্ছে।

এদিকে আসন্ন সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল গ্যালাক্সি এস২২ আল্ট্রা, গ্যালাক্সি নোট সিরিজের মত ডিজাইন সহ আসবে বলে জল্পনা রয়েছে। এক্ষেত্রে উক্ত ভিডিওতে স্মার্টফোনটিকে একটি ডেডিকেটেড এস পেন স্লট, কার্ভড ডিসপ্লে এবং একটি স্কোয়ার-অফ ফ্রেমের সাথে দেখানো হয়েছে। তবে স্যামসাং যেহেতু এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তাই এই ভিডিওকে আমরা সত্য বলে ধরে নিতে পারি না।