ক্যামেরা-প্রসেসর-ব্যাটারির সব তথ্যই প্রকাশ্যে, লঞ্চের আগেই Samsung এর দুই নয়া ফোনের A-Z ফিচার্স ফাঁস

চলতি বছরের শুরুতে Galaxy S23 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি আত্মপ্রকাশ করার পরে, স্যামসাং (Samsung) এখন তাদের Galaxy A-সিরিজের হ্যান্ডসেটগুলি শীঘ্রই বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি মার্চ মাসে এই নতুন মিড-রেঞ্জ লাইনআপটি লঞ্চ করতে পারে। তবে লঞ্চের আগেই এখন, আপকামিং Galaxy A53 5G এবং Galaxy A34 5G-এর রেন্ডার, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি ফাঁস করে একটি নতুন রিপোর্ট প্রকাশিত হয়েছে। আসুন তাহলে এই নয়া গ্যালাক্সি ফোনগুলি কি কি অফার করতে পারে, জেনে নেওয়া যাক।

ফাঁস হল Samsung Galaxy A53 এবং Galaxy A34-এর ডিজাইন এবং প্রধান স্পেসিফিকেশন

৯১মোবাইলস স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি এবং গ্যালাক্সি এ৩৪ ৫জি-এর উভয় স্মার্টফোনের ডিজাইন প্রকাশ করেছে। যা এর আগে ফাঁস হওয়া রেন্ডারের সাথে মেলে। এগুলি নিশ্চিত করে যে, গ্যালাক্সি এ-সিরিজের নতুন ফোনগুলিতে উল্লম্বভাবে সারিবদ্ধ বৃত্তাকার ক্যামেরা মডিউল অবস্থান করবে, যা দেখতে অনেকটা গ্যালাক্সি এস২৩ সিরিজের ক্যামেরা আইল্যান্ডের মতো হবে। এছাড়াও রেন্ডারগুলি থেকে জানা গেছে যে, গ্যালাক্সি এ৩৪ ৫জি-তে একটি ডিউ-ড্রপ নচ যুক্ত ডিসপ্লে থাকবে। চলুন তাহলে ফোন দুটির স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

Samsung Galaxy A54-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ৫৪-এ ২,৩৪০ x ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড (S- AMOLED) ফুল-এইচডি ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে, যা ৬০ হার্টজ এবং ১২০ হার্টজের মধ্যে এর রিফ্রেশ রেট অ্যাডজাস্ট করতে পারবে। শোনা যাচ্ছে যে, ডিভাইসটি স্যামসাংয়ের ইন-হাউস এক্সিনস ১৩৮০ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকবে।

Samsung Galaxy A53 Galaxy A34
Photo Credit : 91 mobiles

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A54-এর ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স অন্তর্ভুক্ত থাকবে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A54 মডেলটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৭ (IP67) রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে৷ Samsung Galaxy A54-এ ডুয়েল সিম, এনএফসি, ওটিজি এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও মিলবে। সবশেষে, এই স্যামসাং ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.০ (OneUI 5.0) ইউজার ইন্টারফেসে রান করবে।

Samsung Galaxy A34-এর স্পেসিফিকেশন

Samsung Galaxy A34 5G-তে ২,৩৪০ x ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসরটি ব্যবহার করা হবে, যার সাথে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে।

Samsung Galaxy A53 Galaxy A34 Render
Photo Credit : 91mobiles

ক্যামেরার ক্ষেত্রে, Galaxy A34-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করবে, যেখানে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো/বোকেহ লেন্স উপস্থিত থাকবে। আর সেলফি তোলা এবং ভিডিও কল করার জন্য, এতে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A34 5G-তে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক লেটেস্ট ওয়ান ইউআই ৫.০ (OneUI 5.0) কাস্টম স্কিনে চলবে। এই স্যামসাং গ্যালাক্সি ফোনে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৭ (IP67) রেটিংও থাকবে।

Samsung Galaxy A34 5G-এর কানেক্টিভিটি ফিচারগুলির মধ্যে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল সিম সাপোর্ট, এনএফসি, ওটিজি এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত থাকবে। পরিশেষে ফোনটির পরিমাপ ১৬১ x ৭৮ x ৮ মিলিমিটার এবং ওজন ১৯৯ গ্রাম হবে বলে অনুমান করা হচ্ছে।