Samsung Galaxy A34 5G ও Galaxy A02s ব্যবহার করলে এক্ষুনি চেক করুন আপনার ফোন

Samsung Galaxy A34 5G ও Galaxy A02s ফোনে নতুন আপডেট এসেছে

Samsung একের পর এক তাদের মিড ও বাজেট রেঞ্জের ফোনের জন্য মে মাসের সিকিউরিটি প্যাচ রোলআউট করেছে। আজ Samsung Galaxy A34 5G ও Galaxy A02s ফোনে এই আপডেট এসেছে। আপাতত আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এই আপডেট পেতে শুরু করেছে।

Samsung Galaxy A34 5G ফোনে এল মে মাসের সিকিউরিটি আপডেট

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের ইউরোপের ভার্সনের ফার্মওয়্যার ভার্সন – A346BXXU2AWE2। আর আফ্রিকা ও এশিয়া অঞ্চলের জন্য আসা আপডেটের ফার্মওয়্যার ভার্সন – A346EXXU2AWE2। এশিয়ার আফগানিস্তান, মিশর, ইরাক, ইসরায়েল, কেনিয়া, লেবানন, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তিউনিশিয়া এবং তুরস্ক এর মতো দেশের জন্য নয়া আপডেটটি রোলআউট করেছে।

Samsung Galaxy A02s স্মার্টফোন ব্যবহারকারীরা পেল মে মাসের সিকিউরিটি আপডেট

স্যামসাং গ্যালাক্সি এ০২এস ফোনের জন্য আসা এই আপডেটের ফার্মওয়্যার ভার্সন – A207FXXS5CWE1। নেপাল, শ্রীলঙ্কা ও ভারতীয়রা এই আপডেট ফোনে ইন্সটল করতে পারবে।

স্যামসাং জানিয়েছে, মে মাসের সিকিউরিটি প্যাচে ৭২টি বাগ ঠিক করা হয়েছে। ফলে Samsung Galaxy A34 5G ও Galaxy A02s যে আরও দুর্দান্ত পারফরম্যান্স দেবে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই আপনি যদি এই দুই ফোনের মধ্যে কোনো একটি ব্যবহার করেন, তাহলে ডিভাইসের Settings » Software update এবং Download and install অপশনে গিয়ে আপডেট এসেছে কিনা চেক করুন।