Samsung এর এই ফোন এবার ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, লঞ্চের আগেই দাম ফাঁস

Samsung Galaxy A34 5G এবং Galaxy A54 5G কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে। স্মার্টফোন দু’টি র বিক্রি আজ (২৬ মার্চ) থেকেই শুরু হচ্ছে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ অপশনে
Galaxy A34 5G পাওয়া যাচ্ছে। আর এখন একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, স্যামসাং Galaxy A34 5G-এর ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টও লঞ্চ করবে। পাশাপাশি এই মেমরি অপশনের দামও ফাঁস হয়েছে। আসুন তাহলে Samsung Galaxy A34 5G-এর নতুন র‍্যাম ভ্যারিয়েন্ট সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে, জেনে নেওয়া যাক।

সামনে এল ভারতে Samsung Galaxy A34 5G-এর ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম

৯১মোবাইলস দাবি করেছে, ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি-এর ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম হবে ২৮,৯৯৯ টাকা। এর পাশাপাশি, ৩,০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ১,০০০ টাকার একটি স্যামসাং শপ অ্যাপ ওয়েলকাম ভাউচার প্রয়োগ করার পরে, এই ভ্যারিয়েন্টটি মাত্র ২৪,৯৯৯ টাকায় কেনা যাবে। জানিয়ে রাখি, ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ গ্যালাক্সি এ৩৪ ৫জি-এর ৮ জিবি র‍্যাম মডেলের দাম ৩০,৯৯৯ টাকা, যেখানে ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩২,৯৯৯ টাকা।

Samsung Galaxy A34 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি-এ ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ সুপার অ্যামোলেড (S-AMOLED) ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ১০৮০ অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত, যা মালি-জি৬৮ এমসি৪ জিপিইউ-এর সাথে যুক্ত। গ্যালাক্সি এ৩৪ ৫জি-তে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১ (One UI 5.1) ইউজার ইন্টারফেসে রান করবে।

Galaxy A34 5G-এর ব্যাক প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। এই ক্যামেরা মডিউলটি ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। এছাড়াও, হ্যান্ডসেটটিতে স্টেরিও স্পিকার সাপোর্ট রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy A34 5G-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট ব্যবহার করা হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করে। নিরাপত্তার উদ্দেশ্যে, Galaxy A34 5G-তে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে। স্মার্টফোনটিতে জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৫৭ (IP57) রেটিং রয়েছে।

কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে, ওয়াইফাই ৮০২.১১ বি/জি/এন/এসি, ব্লুটুথ ভি৫.৩, জিপিএস, ডুয়েল-সিম কার্ড স্লট, ৪জি ভিওএলটিই, ৫জি সংযোগ এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। Samsung Galaxy A34 5G-এর পরিমাপ ১৬১.৩ x ৭৮.১ x ৮.২ মিলিমিটার এবং ওজন ১৯৯ গ্রাম। এটি লাইম, গ্রাফাইট, ভায়োলেট, সিলভার কালার অপশনে পাওয়া যায়।