মিড-রেঞ্জে Samsung এর বাজি Galaxy A34, এই প্রসেসর দিয়ে লঞ্চ

স্যামসাং (Samsung) আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাদের Galaxy A-সিরিজের পরবর্তী প্রজন্মের স্মার্টফোনগুলি বিশ্ববাজারে উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে অন্যতম Galaxy A34। এই ডিভাইসটির সাথে A-সিরিজের অন্যান্য ফোনগুলিকে নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রযুক্তি মহলে আলোচনা চলছে। এবার Galaxy A34 গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গিয়েছে, যার তালিকাটি ফোনটির প্রসেসর, র‍্যাম, এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে।

Samsung Galaxy A34 হাজির Geekbench প্ল্যাটফর্মে

SM-A346N মডেল নম্বর সহ আসন্ন স্যামসাং গ্যালাক্সি এ৩৪ গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। সুনির্দিষ্টভাবে বলতে গেলে, এটি স্মার্টফোনটির দক্ষিণ কোরিয়ান সংস্করণ। তালিকা অনুসারে, এ৩৪-এর এই সংস্করণটি ৬ জিবি র‍্যামের সাথে যুক্ত মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেট দ্বারা চালিত হবে। এছাড়াও, এই স্যামসাং হ্যান্ডসেটটির অন্যান্য স্টোরেজ ভ্যারিয়েন্টও বাজারে পা রাখতে পারে। গিকবেঞ্চ তালিকায় প্রকাশ করা হয়েছে যে, গ্যালাক্সি এ৩৪ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে।

বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, গ্যালাক্সি এ৩৪ গিকবেঞ্চ ৫-এর সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে প্রায় ৭৭৮ পয়েন্ট এবং ২,৩৩২ পয়েন্ট স্কোর করেছে। এক কথায় বলা যায়, এটি একটি মিড-রেঞ্জ স্মার্টফোনের পরিপ্রেক্ষিতে পর্যাপ্ত কর্মক্ষমতা প্রদান করতে সক্ষম হবে।

পূর্ববর্তী লিক অনুসারে Samsung Galaxy A34 একটি নতুন ডিজাইনের সাথে আসবে। লুকসের দিক থেকে Galaxy A54 এবং অন্যান্য Galaxy A-সিরিজের হ্যান্ডসেটগুলিরও মিল থাকবে। এতে উল্লম্বভাবে সারিবদ্ধ ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম দেখা যাবে, যার মধ্যে প্রধান সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ম্যাক্রো ক্যামেরা থাকবে। Galaxy A34-এর সামনের দিকে ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে জানা গেছে।