Categories: Mobiles

Samsung তুখোড় ফিচার্সের সঙ্গে লঞ্চ করল Galaxy A35 স্মার্টফোন, দাম কত জেনে নিন

স্যামসাং আজ (১১ মার্চ) মার্কেটে তাদের A-সিরিজের দুটি নতুন স্মার্টফোনের ওপর থেকে পর্দা সরিয়েছে। এগুলি হল Samsung Galaxy A35 এবং Samsung Galaxy A55। কোর ফিচার্স প্রায় একরকম হলেও, দুটি মডেলের মধ্যে একাধিক পার্থক্যও রয়েছে। Galaxy A35 তুলনামূলকভাবে A55-এর থেকে সস্তা। তাই এটি কিছু ডাউনগ্রেড স্পেসিফিকেশন সহ এসেছে। Samsung Galaxy A35-এ মিলবে সুপার অ্যামোলেড ডিসপ্লে, Exynos 1380 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং IP67-রেটেড বিল্ড।

Samsung Galaxy A35-এর স্পেসিফিকেশন এবং ফিচার

পূর্বসূরি স্যামসাং গ্যালাক্সি এ৩৪-এর মতোই, লেটেস্ট গ্যালাক্সি এ৩৫ প্লাস্টিকের ফ্রেম এবং প্লাস্টিকের ব্যাক প্যানেল সহ এসেছে। তবে, এতে নতুন কী আইল্যান্ড ডিজাইন রয়েছে, যা পাওয়ার এবং ভলিউম কী ফ্রেম থেকে কিছুটা উত্থাপিত হয়। ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত ৬.৬ ইঞ্চির পাঞ্চ-হোল সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। প্যানেলটি ফুলএইচডি+ রেজোলিউশন (২,৩৪০ x ১,০৮০ পিক্সেল) এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ এসেছে৷ স্মার্টফোনটিতে এক্সিনস ১৩৮০ ব্যবহার করা হয়েছে, যা গত বছরের গ্যালাক্সি এ৫৪-তেও রয়েছে। চিপসেটটি সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A35-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহায়ক ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সমন্বিত ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে৷ আর ফোনের সামনে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান। ফোনে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। এটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৭ রেটিং সহ এসেছে।

সফ্টওয়্যারের ক্ষেত্রে, Samsung Galaxy A35 অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক ওয়ানপ্লাস ইউআই ৬.১ (One UI 6.1) কাস্টম স্কিনে রান করে। স্যামসাং এই ফোনে চারটি মেজর ওএস আপগ্রেড এবং ৫ বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দেয়। অবশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy A35-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy A35-এর দাম এবং লভ্যতা

Samsung Galaxy A35 চারটি কালার অপশনে এসেছে, এগুলি হল – লাইল্যাক, লেমন, আইস ব্লু এবং নেভি। ইউরোপে Galaxy A35-এর বেস ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৮০ ইউরো (প্রায় ৩৪,৩৩০ টাকা)। এটি ৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি মেমরি কনফিগারেশনেও পাওয়া যাবে। ফোনটির ভারতীয় দাম সম্পর্কে এই মুহূর্তে কোম্পানির তরফ থেকে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে আশা করা যায় খুব শীঘ্রই এবিষয়ে ঘোষণা করবে স্যামসাং।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

30 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

37 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

46 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

57 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago