Xiaomi Mi Band 7 Pro নিয়ে অপেক্ষা শীঘ্রই শেষ হচ্ছে? কবে লঞ্চ হবে জেনে নিন

বিগত কয়েক দিন ধরেই জল্পনা চলছে আগামী জুলাই মাসের প্রথমার্ধেই আত্মপ্রকাশ করতে পারে Xiaomi Band 7 Pro স্মার্টব্যান্ড। এমনই দাবি করেছেন কয়েকজন টিপস্টার। এটি Band 7 এর এনএফসি ভার্সন হিসেবে আসতে চলেছে বলে মনে হচ্ছে। এছাড়া অনুমান করা হচ্ছে এতে Band 7-এর থেকে শক্তিশালী ব্যাটারি থাকতে পারে।

তবে টিপস্টাররা শাওমি ব্যান্ড ৭ প্রো আগামী জুলাইয়ে লঞ্চ হবে বললেও, সূত্রের খবর অনুযায়ী এই স্মার্টব্যান্ডটি সংস্থার শাওমি ১২ আল্ট্রা স্মার্টফোনের সাথে আত্মপ্রকাশ করবে। যদিও এই ফ্ল্যাগশিপ ফোনটি কবে আসবে তা এখনও নিশ্চিত নয়। তবে কয়েকটি রিপোর্টে বলা হয়েছিল, শাওমি ১২ আল্ট্রা আগস্ট মাসে লঞ্চ হতে পারে।

যাইহোক, টিপস্টারদের দেওয়া তথ্য অনুযায়ী, Xiaomi Band 7 Pro ওয়্যারেবলটিতে একটি শক্তিশালী ব্যাটারি থাকবে, যার ক্যাপাসিটি Band 7 এর তুলনায় ৭০এমএএইচ বেশি। এছাড়া আপকামিং ব্যান্ডটি জিপিএস কার্যকারিতা এবং বড় ডিসপ্লের সাথে আসছে বলেও অনুমান করা হচ্ছে।

সম্প্রতি এমআই ডোর লক (Mi Door Lock ) অ্যাপ্লিকেশনের কোড থেকে Xiaomi Band 7 Pro -এর ছবি প্রকাশিত হয়েছে। পাশাপাশি এখান থেকে Xiaomi Band 7 Pro সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছে। যদিও এখনো পর্যন্ত এই তথ্য কতটুকু সঠিক তা স্পষ্ট নয়। কারণ সংস্থার পক্ষ থেকে এই নিয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে আশা করা যায়, Band 7 এর আপগ্রেডেড ভার্সনটিতে একাধিক ফিটনেস ট্র্যাকার উপস্থিত থাকতে পারে।