ফিচার শুনলে পাগলা হয়ে যাবেন, 15 মার্চ লঞ্চ হতে পারে Samsung A54 5G ও A34 5G

গত বছরের শেষ ত্রৈমাসিক থেকেই সামসাংয়ের A-সিরিজে অন্তর্ভুক্ত পরবর্তী প্রজন্মের Samsung Galaxy A54 5G এবং Galaxy A34 5G-এর স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্যগুলি অনলাইনে ফাঁস হতে শুরু করেছে। অনুমান করা হচ্ছে যে, এই স্মার্টফোনগুলি চলতি মাসেই একাধিক দেশে লঞ্চ হতে পারে। আর এখন, এক সুপরিচিত টিপস্টার Galaxy A54 এবং A34 লঞ্চের নির্দিষ্ট তারিখটি প্রকাশ করেছেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক, কবে বাজারে আত্মপ্রকাশ করবে এই আপকামিং A-সিরিজের হ্যান্ডসেটগুলি।

Samsung Galaxy A54 5G এবং Galaxy A34 5G চলতি মাসেই পা রাখতে পারে বিশ্ববাজারে

টিপস্টার স্টিভ হেমারস্টোফার (ওরফে অনলিক্স) একটি সূত্র থেকে জেনেছেন যে, স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি এবং গ্যালাক্সি এ৩৪ ৫জি মডেল দুটি আগামী ১৫ মার্চ বাজারে আত্মপ্রকাশ করবে। এটি কার্যত সম্ভব, কেননা বেশ কিছু মাস ধরেই এই দুটো ফোনকে একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা গেছে এবং বিভিন্ন সূত্র মারফৎ গ্যালাক্সি এ৫৪ ৫জি এবং গ্যালাক্সি এ৩৪ ৫জি-এর অধিকাংশ স্পেসিফিকেশন সম্পর্কেই জানা গেছে। আসুন তাহলে এখনও পর্যন্ত এই দুই গ্যালাক্সি এ-সিরিজের হ্যান্ডসেট সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে, জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A54 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে৷ ডিভাইসটি এক্সিনস ১৩৮০ চিপসেট দ্বারা চালিত হবে এবং এটি ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। Galaxy A54 অ্যান্ড্রয়েড 13-ভিত্তিক ওয়ানইউআই ৫.০ (OneUI 5.0) ইউজার ইন্টারফেসে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Galaxy A54 5G-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। সেলফির জন্য, ফোনের সামনের একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A54 5G-তে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। ডিভাইসটিতে জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৭ (IP67)-সার্টিফিকেশন থাকবে এবং এটি একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকের সাথে আসবে।

Samsung Galaxy A34 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনটি সম্ভবত ৬.৬ ইঞ্চির ওলেড ডিসপ্লের সাথে লঞ্চ হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি ডাইমেনসিটি ১০৮০ চিপসেট দ্বারা চালিত হতে পারে, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত থাকবে। শোনা যাচ্ছে, এটিও অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.০ (OneUI 5.0) ইউজার ইন্টারফেসে রান করবে। তবে উভয় ডিভাইসই লেটেস্ট ওয়ানইউআই ৫.১ (OneUI 5.১) সফ্টওয়্যার ভার্সনের সাথে লঞ্চ হওয়ায় সম্ভাবনা রয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে, Galaxy A34 5G-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত থাকবে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, A54-এর মতো Galaxy A34-ও ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই Galaxy A-সিরিজের হ্যান্ডসেটে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং আইপি৬৭ (IP67)-রেটেড চ্যাসিস থাকবে।