ফিচারে ঠাসা Samsung Galaxy A54, Galaxy A34 ফোনের সেলের তারিখ প্রকাশ্যে, রয়েছে আকর্ষণীয় অফার

Galaxy A54 5G ফোনে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এবং বিপরীতে Galaxy A34 5G এসেছে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ

গত ১৬ই মার্চ ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে Samsung Galaxy A54 5G এবং Galaxy A34 5G। নবাগত Galaxy-A সিরিজের মডেল দুটি এতদিন প্রি-অর্ডারের জন্য উপলব্ধ ছিল। আর আগামী ২৮শে মার্চ থেকে আলোচ্য হ্যান্ডসেট-দ্বয়কে সংস্থার আধিকারিক ওয়েবসাইটের মাধ্যমে প্রথমবার ওপেন সেলে বিক্রি করা হবে। সর্বোপরি ‘ফার্স্ট সেল’ -এর অংশ হিসাবে গ্রাহকেরা মাসিক ইএমআই বিকল্প এবং ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট পেয়ে যাবেন।

যাইহোক এই হাই-মিড রেঞ্জের ডিভাইসগুলি ফ্ল্যাগশিপ Galaxy S23 সিরিজের অনুরূপ ডিজাইনের সাথে এসেছে। ফিচার হিসাবে উভয় ফোনেই – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের sAMOLED ডিসপ্লে প্যানেল, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১ কাস্টম ওএস, ২৫৬ জিবি স্টোরেজ, স্টেরিও স্পিকার সিস্টেম, নক্স সিকিউরিটি সিস্টেম, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। যদিও ফোন দুটির ক্যামেরা বিভাগে পার্থক্য লক্ষ্যণীয়। Galaxy A54 5G ফোনে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এবং বিপরীতে Galaxy A34 5G এসেছে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ। চলুন সদ্য ভারতে আগত Samsung Galaxy A54 5G এবং Galaxy A34 5G স্মার্টফোনের দাম, সেল অফার এবং কনফিগারেশন জেনে নেওয়া যাক…

ভারতে Samsung Galaxy A54 5G, Galaxy A34 5G স্মার্টফোনের দাম

ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ৩৮,৯৯৯ টাকা রাখা হয়েছে। এই দাম ফোনটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত টপ-অফ-দ্য-লাইন মডেলের দাম থাকছে ৪০,৯৯৯ টাকা। এটি তিনটি কালার অপশনে এসেছে – অওসাম লাইম, অওসাম গ্রাফাইট এবং অওসাম ভায়োলেট।

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি স্মার্টফোনটিও দুটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। এক্ষেত্রে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩০,৯৯৯ টাকা ও ৩২,৯৯৯ টাকা নির্ধারণ করে হয়েছে এদেশে। এটি – অওসাম সিলভার, অওসাম গ্রাফাইট এবং অওসাম লাইম কালার বিকল্পে উপলব্ধ৷

আগ্রহীদের জানিয়ে রাখি, Samsung Galaxy A-সিরিজের অধীনে আসা স্মার্টফোন দুটিকে আগামী ২৮শে মার্চ থেকে স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, স্যামসাং এক্সক্লুসিভ স্টোর এবং রিটেল পার্টনারদের মাধ্যমে বিক্রি করা হবে। এক্ষেত্রে ‘ফার্স্ট সেল’ -এর অধীনে গ্রাহকেরা মাসিক ইএমআই বিকল্পের সুবিধা পাবেন। এছাড়া স্যামসাংয়ের এই নয়া ফোন-দ্বয়কে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে ফ্লাট ৩,০০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।

Samsung Galaxy A54 5G এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৩৪০ পিক্সেল) sAMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ডিজাইন ইনফিনিটি-ও নচ স্টাইলের, যার কাটআউটের মধ্যে এফ/২.২ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার অবস্থিত। আর হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার ও OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার, এফ/২.২ অ্যাপারচার সহিত ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, Samsung Galaxy A54 একটি নামবিহীন অক্টা-কোর প্রসেসরের সাথে ভারতে এসেছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, গতকাল ইউরোপের বাজারে এটি এক্সিনস ১৩৮০ প্রসেসর এবং ইন্টিগ্রেটেড মালি জি৮০ জিপিইউ সহ লঞ্চ হয়েছে। যাইহোক, ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ (OneUI 5.1) কাস্টম স্কিনের সাথে প্রি-লোড হয়ে এসেছে। স্টোরেজ হিসাবে ডিভাইসে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি রম পাওয়া যাবে। যদিও মাইক্রো-এসডি কার্ড স্লটের (হাইব্রিড) মাধ্যমে অভ্যন্তরীণ স্টোরেজ ১টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণযোগ্য।

অন্যান্য ফিচারের ক্ষেত্রে, আলোচ্য ৫জি-এনাবল স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বৈশিষ্ট্য সমর্থন করে। অডিও বিভাগের ক্ষেত্রে, এতে ডলবি অ্যাটমস অডিও প্রযুক্তি সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম রয়েছে। কানেক্টিভিটির জন্য অন্তর্ভুক্ত থাকছে – ডুয়াল-সিম (একটি ই-সিম) স্লট, ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি/এএক্স, ব্লুটুথ ৫.৩, NFC, GPS, গ্লোনাস, বেইডো, গ্যালিলিও এবং ইউএসবি ২.০ টাইপ-সি পোর্ট। আবার সেন্সর হিসাবে এতে – অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, ফিঙ্গারপ্রিন্ট, গাইরো, ম্যাগনেটোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর সামিল রয়েছে। Samsung Galaxy A54 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এর পরিমাপ ১৫৮.২×৭৬.৭×৮.২ মিমি এবং ওজন ২০২ গ্রাম।

Samsung Galaxy A34 5G এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৩৪০ পিক্সেল) sAMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ইনফিনিটি-ইউ নচ স্টাইলের এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ভিশন বুস্টার প্রযুক্তি সমর্থন করে। উন্নত পারফরম্যান্স এবং মাল্টিটাস্কিংয়ের জন্য আলোচ্য ডিভাইসে একটি অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। যদিও প্রসেসরটির নাম জানা যায়নি। এক্ষেত্রে জানিয়ে রাখি, ইউরোপে ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর এবং মালি জি৬৮ জিপিইউ সহ এসেছে। এটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ অফার করে। আবার ব্যবহারকারীরা মাইক্রো-এসডি কার্ড স্লটের (হাইব্রিড) সাহায্যে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়াতে পারবেন। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য নয়া Samsung Galaxy A34 5G ফোনে – এফ/১.৮ অ্যাপারচার OIS সমর্থিত ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই রিয়ার ক্যামেরাগুলি কম আলোতেও পরিষ্কার তথা উজ্জ্বল ছবি এবং ভিডিও তুলতে সমর্থ। আর সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে এ-সিরিজের এই হ্যান্ডসেটে এফ/২.২ সহ অ্যাপারচার ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A34 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। এর পরিমাপ ১৬১.৩×৭৮.১×৮.২ মিমি এবং ওজন ১৯৯ গ্রাম।

আলোচ্য এ-সিরিজের ফোনটির অডিও ফ্রন্ট, কানেক্টিভিটি অপশন, সেন্সর বিকল্প এবং অপারেটিং সিস্টেম উপরি উল্লেখিত Samsung Galaxy A54 5G -এর অনুরূপ। এছাড়া উভয় মডেলই IP67 রেটিং প্রাপ্ত এবং সংস্থার নিজেস্ব নক্স (Knox) সিকিউরিটি সিস্টেম সহ এসেছে।