25 হাজার টাকার কমে মিলছে এই দুর্দান্ত Asus Laptop, আছে দারুণ এক্সচেঞ্জ অফারও, কোথায় কিনবেন?

Flipkart offer: পোর্টেবিলিটি ফিচার এবং আরও নানা সুবিধার জন্য বিগত কয়েক বছর ধরে বাজারে ল্যাপটপ (Laptop) ডিভাইসটির ব্যাপক চাহিদা রয়েছে। পড়ুয়া থেকে চাকুরীজীবি বা হালফিলের কন্টেন্ট ক্রিয়েটর, বহু মানুষই নিজের রোজদিনের বিভিন্ন প্রয়োজন মেটাতে কম্পিউটারের এই বিশেষ সংস্করণটির ওপর নির্ভর করেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে অনেক কোম্পানি আবার আলাদা অফারও দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি এখন একটি নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনা করেন, কিন্তু বর্তমানে সমস্ত সেল শেষ হওয়ায় সস্তা অফার পাবেন কিনা সেই নিয়েও আপনার ভাবনা থাকে, তাহলে আমাদের এই প্রতিবেদন আপনার জন্য কোনো সুখবরের চেয়ে কম নয়! আসলে জনপ্রিয় ল্যাপটপ ব্র্যান্ড Asus-এর একটি ল্যাপটপ এখন দারুণ সস্তায় কেনার সুযোগ মিলছে – Flipkart থেকে আপনি ASUS Vivobook 15 Core i5 মডেলটি আপনি অর্ধেকেরও কম দামে কিনতে পারবেন। ভাগ্য ভালো থাকলে এই ল্যাপটপটি কেনার জন্য আপনার ২৫ হাজার টাকারও কম খরচ হতে পারে! আসুন তবে, দেখে নিই ASUS Vivobook 15 Core i5 ল্যাপটপে ঠিক কী অফার দিচ্ছে Flipkart।

ASUS Vivobook 15 Core i5 ল্যাপটপে এখন পাবেন ৪০,০০০ টাকার বেশি ছাড়

আসুস ভিভোবুক ১৫ কোর আই৫ ল্যাপটপের ৮ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) এমনিতে ৬৯,৯৯০ টাকা, তবে ফ্লিপকার্ট এখন এটিতে ৩৭% ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে যে কারণে এটি সরাসরি ৪৩,৯৯০ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে, আপনি এতে অনেক ব্যাঙ্ক অফারও পাবেন, যেমন ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আরও ৫% ক্যাশব্যাক পেতে পারেন।

এখানেই শেষ নয়, আপনি যদি আপনার পুরোনো ল্যাপটপ ফ্লিপকার্টকে দিয়ে মানে বিনিময় করে নতুন আসুস ল্যাপটপটি কিনতে চান, তাহলে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার কাজে লাগাতে পারেন। অর্থাৎ কোনোভাবে সমস্ত অফার প্রযোজ্য হলে ল্যাপটপটি মাত্র ২৩,৯৯০ টাকায় পেয়ে যাবেন, যদিও এক্সচেঞ্জ অফারের পরিমাণ নির্ভর করবে পুরোনো ল্যাপটপের ব্র্যান্ড, মডেল অবস্থা ইত্যাদি বিষয়ের ওপর। এছাড়া একসাথে পুরো টাকা ব্যয় করতে না চাইলে রয়েছে মাসিক ইএমআইয়ের অপশনও।

ASUS Vivobook 15 Core i5 ল্যাপটপের স্পেসিফিকেশন

ASUS Vivobook 15 Core i5 ল্যাপটপে ১৫.৬ ইঞ্চি ফুলএইচডি (রেজোলিউশন ১০৮০×১৯২০ পিক্সেল) অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে রয়েছে, যার ব্রাইটনেস ২০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে ইন্টেল কোর আই৫ ১১তম জেনারেশনের প্রসেসর, যার সাথে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি (SSD) স্টোরেজ উপলব্ধ। সফ্টওয়্যার ফ্রন্টে এটি উইন্ডোজ ১১ ওএসের সাহায্যে চলবে। এদিকে এর ওজন ১.৮০ কেজি। উল্লেখ্য ল্যাপটপটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন।