Samsung Galaxy A54 এর স্টোরেজ অপশন লিক হল, 32MP সেলফি ক্যামেরা সহ গুচ্ছের ফিচার

স্যামসাং (Samsung)-এর A-সিরিজের পরবর্তী স্মার্টফোন, Galaxy A54-কে নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রযুক্তি মহলে চর্চা হচ্ছে। যেহেতু দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির A7x সিরিজটি এখন দৃশ্যত বন্ধ হয়ে গেছে, তাই এই হ্যান্ডসেটটি স্যামসাংয়ের সবচেয়ে প্রিমিয়াম মিড-রেঞ্জার হিসাবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। Galaxy A54 আগামী মাসে আয়োজিত একটি গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে লঞ্চ করা হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার আগেই এখন, এই আপকামিং Galaxy A সিরিজের ডিভাইসটির স্টোরেজ এবং কালার অপশনগুলি অনলাইনে ফাঁস হয়েছে। আসুন এবিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Galaxy A54-এর রঙের বিকল্প এবং মেমরি কনফিগারেশন

টিপস্টার স্নুপিটেক টুইটারে প্রকাশ করেছেন যে, গ্যালাক্সি এ৫৪ মডেলটি চারটি কালার অপশনে বাজারে উপলব্ধ হবে, এগুলি হল – অসাম হোয়াইট, অসাম গ্রাফাইট, অসাম লাইম এবং অসাম ভায়োলেট৷ এই রংগুলিতে ডিভাইসের রেন্ডারগুলি ইতিমধ্যেই লিক হয়ে গেছে৷ এছাড়াও, টিপস্টার জানিয়েছেন যে, এই মিড-রেঞ্জের স্মার্টফোনটি দুটি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। এর বেস মডেলে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মিলবে, যেখানে উচ্চতর সংস্করণে ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে।

প্রসঙ্গত, গ্যালাক্সি এ৫৪ সম্ভবত স্যামসাংয়ের মিড-রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মধ্যেকার সংযোগকারী সেতু হিসেবে আত্মপ্রকাশ করবে। অর্থাৎ পুরোপুরি ফ্ল্যাগশিপ না হলেও, এতে কিছু উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশন থাকবে। গ্যালাক্সি এস২৩ সিরিজের মতো এই ফোনেও তিনটি ক্যামেরার রিং পৃথকভাবে বাইরের দিকে প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। এতে ৬.৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকতে পারে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে।

আবার ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A54-এর রিয়ার প্যানেলে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে, যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত হবে।

আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেন্সর দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A54-এ ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,১০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে। এছাড়াও, ডিভাইসটি সম্ভবত অ্যান্ড্রয়েড ভিত্তিক ওয়ান ইউআই ৫ (One UI 5) কাস্টম স্কিনে রান করবে এবং এটি আইপি৬৭ (IP67) রেটিং সহ আসতে পারে।