৭ হাজার টাকা সস্তা হল ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Samsung 5G ফোন, রয়েছে ৮ জিবি র‌্যাম

ব্লেক ফ্রাইডে সেলে সারা বিশ্বে বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপর বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। পিছিয়ে নেই ভারতীয় ই কমার্স ওয়েবসাইটগুলিও। Flipkart ইতিমধ্যেই Black Friday সেলের ঘোষণা…

ব্লেক ফ্রাইডে সেলে সারা বিশ্বে বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপর বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। পিছিয়ে নেই ভারতীয় ই কমার্স ওয়েবসাইটগুলিও। Flipkart ইতিমধ্যেই Black Friday সেলের ঘোষণা করেছে, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। এই সেলে ৪৭,০০০ টাকা এমআরপির ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসা Samsung Galaxy A73 5G অনেক কম দামে কেনা যাবে। তাই আপনি যদি Samsung এর কোনো 5G ফোন খুঁজে থাকেন তাহলে এটাই সঠিক সময়।

সস্তা হল Samsung Galaxy A73 5G ফোন

জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ৪৭,৪৯০ টাকা। তবে ফ্লিপকার্ট এই ফোনের সাথে লোভনীয় অফার দিচ্ছে। আজ্ঞে হ্যাঁ! ফোনটি এখন ১১ শতাংশ অর্থাৎ ৫,৪৯১ টাকা ডিসকাউন্টে ৪১,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর সাথে রয়েছে আকর্ষণীয় ব্যাংক অফার। HDFC ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি কিনলে ২,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট মিলবে।

তবে অফার এখানে শেষ হয়ে যায়নি। পুরানো ফোন বদলে এই ফোনটি কেনার সময় ২০,৫০০ টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ ভ্যালু পুরানো ফোনটির বর্তমান অবস্থা, মডেল নম্বর এবং ব্র্যান্ডের উপর নির্ভর করে। আর আপনি এই সমস্ত অফারের যদি লাভ ওঠাতে পারেন তাহলে ১৯,৪৯৯ টাকায় ফোনটি কিনতে পারবেন।

Samsung Galaxy A73 5G এর বিশেষত্ব

স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনে আছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ানইউআই ৪.১ কাস্টম ওএস। আবার এর সামনে দেখা যাবে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার ইনফিনিটি ও অ্যামোলেড প্লাস ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy A73 5G ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *