১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung Galaxy A73 5G ভারতে লঞ্চ হল, রয়েছে আরও অনেক নজরকাড়া ফিচার

Samsung Galaxy A73 5G গ্লোবাল মার্কেটের পর এবার ভারতে লঞ্চ হল। নয়া এই Galaxy A সিরিজের ফোনে পাওয়া যাবে ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ১২০…

Samsung Galaxy A73 5G গ্লোবাল মার্কেটের পর এবার ভারতে লঞ্চ হল। নয়া এই Galaxy A সিরিজের ফোনে পাওয়া যাবে ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আবার এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ও আইপি৬৭ রেটিং। Samsung Galaxy A73 5G আপাতত কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রি-অর্ডার করা যাবে। এছাড়া শীঘ্রই রিটেল স্টোর ও ই-কমার্স সাইট থেকে ফোনটির বিক্রি শুরু হবে। কোম্পানির দাবি, এই ফোনে ৪ বছর অ্যান্ড্রয়েড এবং ৫ বছর সিকিউরিটি আপডেট আসবে।

Samsung Galaxy A73 5G এর দাম

ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনের দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে ফোনটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এছাড়া ফোনটি অওসম গ্রে, অওসম মিন্ট ও অওসম হোয়াইট কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

Samsung Galaxy A73 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার ইনফিনিটি ও অ্যামোলেড প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৮০০ নিটস ব্রাইটনেস ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য, স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি স্মার্টফোনে ২.৪ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমরি সহ পাওয়া যাবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ানইউআই ৪.১ কাস্টম ওএস চালিত।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A72 ফোনের তুলনায় নবাগত Samsung Galaxy A73 5G ফোনের ক্যামেরা সেটআপ তথা ফিচার খানিকটা আলাদা রাখা হয়েছে। এতে কোয়াড ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল, OIS টেকনোলজি ও এফ/১.৮ অ্যাপারচার সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, এফ/২.৪ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

এছাড়া সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা (অ্যাপারচার : এফ/২.২) উপস্থিত। প্রসঙ্গত, স্যামসাং একটি বিবৃতিতে জানিয়েছে যে, ডিভাইসের রিয়ার প্রাইমারি সেন্সরটি – ৩এক্স হাইব্রিড জুম এবং ১০এক্স ডিজিটাল জুম সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A73 5G ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও, ফোনটির রিটেল বক্সে চার্জার অন্তর্ভুক্ত থাকছে না।