শীঘ্রই ৮,০০০ টাকার কমে লঞ্চ হবে Samsung Galaxy F04 ফোন, কী কী ফিচার থাকবে

জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি Samsung এবার ভারতে একটি দুর্দান্ত ফিচারযুক্ত এন্ট্রি-লেভেল স্মার্টফোন লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। সম্প্রতি সংস্থাটি জানিয়েছে যে, তারা Samsung Galaxy F04 নামের একটি নতুন ফোন Flipkart-এর মাধ্যমে লঞ্চ করবে এবং এই ফোনটি ৮,০০০ টাকার সেগমেন্টে বাজারে আসবে। এদিকে ফিচার বলতে এতে ৮ জিবি র‌্যাম, বড় ব্যাটারি ও ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে। আসুন এখন দেখে নিই, এই নয়া Samsung Galaxy F04 স্মার্টফোন কবে নাগাদ ইন্ডিয়ান মার্কেটে পা রাখবে এবং এতে ঠিক কী কী স্পেসিফিকেশন পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনের লঞ্চ টাইমলাইন (Samsung Galaxy F04 launch timeline)

অতিসম্প্রতি ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট ইঙ্গিত দিয়েছে যে নতুন স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোন শীঘ্রই লঞ্চ হবে। সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে যে, আগামী সপ্তাহের প্রথম দিকে (মানে আসন্ন ২০২৩ সালের একদম গোড়াতেই) এই স্যামসাং ফোনটি ভারতে লঞ্চ হতে পারে। এছাড়া ফোনটি ৮,০০০ টাকার কম দামে আসবে এবং সবুজ, বেগুনি রঙে কেনার জন্য উপলব্ধ হবে বলে মনে করা হচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy F04 expected specifications)

বলা হচ্ছে, আসন্ন স্যামসাং গ্যালাক্সি এফ০৪ স্মার্টফোনটি কোম্পানির গ্যালাক্সি এ০৪ই (Galaxy A04e) মডেলের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে লঞ্চ হবে। সেক্ষেত্রে ফোনটিতে সম্ভবত ওয়াটার-ড্রপ নচ স্টাইলযুক্ত ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হবে ৬০ হার্টজ। আবার এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যেখানে এতে ৩ জিবি র‌্যাম (সাথে ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম, মানে মোট ৮ জিবি র‌্যাম) এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ দেখা যাবে। এছাড়া গ্যালাক্সি এফ০৪ মডেল ১০ ওয়াট চার্জিং স্পিডের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি বহন করতে পারে।

শুধু তাই নয়, নতুন স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোন ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সম্বলিত ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করতে পারে। সেক্ষেত্রে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।