অপেক্ষার অবসান, Samsung Galaxy F14 5G ভারতে লঞ্চ হবে 24 মার্চ, কেমন ফিচার থাকবে

স্যামসাং (Samsung) গতকালই ভারতে তাদের A-সিরিজের অধীনে Galaxy A54 এবং Galaxy 34 নামে দুটি মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করেছে। এই মুহুর্তে দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি তাদের F-সিরিজের কয়েকটি নতুন হ্যান্ডসেট এদেশের বাজারে আনার পরিকল্পনা করছে। যেগুলির ১০,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে রাখা হবে। আর এখন ফ্লিপকার্টে আপকামিং Samsung Galaxy F14 5G-এর ল্যান্ডিং পেজটি লাইভ হয়েছে, যা এর লঞ্চের তারিখ, ডিজাইন এবং বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy F14 5G আগামী সপ্তাহেই আসছে ভারতের বাজারে

স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি-এর অফিসিয়াল ল্যান্ডিং পেজটি ই-কমার্স প্ল্যাটফর্ম, ফ্লিপকার্ট (Flipkart)-এ উপস্থিত হয়েছে এবং এই মাইক্রোসাইটটি নিশ্চিত করেছে যে, স্মার্টফোনটি আগামী ২৪ মার্চ, দুপুর ১২ টায় লঞ্চ হবে। এর পাশাপশি ই-কমার্স সাইটের তালিকাটি গ্যালাক্সি এফ১৪ ৫জি-এর ডিজাইন এবং কিছু স্পেসিফিকেশনও প্রকাশ্যে এনেছে।

Samsung Galaxy F14 5G-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন

ডিজাইনের ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি-এর রিয়ার প্যানেলটি ফ্ল্যাট হবে এবং এতে কার্ভড এজ দেখা যাবে। সাম্প্রতিক বহু স্যামসাং ফোনের মতো, এতেও ডুয়েল রিয়ার ক্যামেরার জন্য পৃথক ও উল্লম্বভাবে সজ্জিত কাটআউট উপস্থিত থাকবে। পাওয়ার বাটন এবং ভলিউম রকারটি ফোনের ডানদিকে অবস্থান করবে, আর বাম দিকে থাকবে সিম ট্রে। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি-এর ডিসপ্লের ওপরে ও নীচে পুরু বেজেল দেখা যাবে, তবে দুপাশের বেজেলগুলি অপেক্ষাকৃত সরু হবে।

স্যামসাং নিশ্চিত করেছে যে, Galaxy F14 5G ফোনটি ১৩টি ৫জি ব্যান্ডের সাপোর্ট সহ আসবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.০ (One UI 5.0) কাস্টম স্কিনে রান করবে। কোম্পানি F14 5G-তে দুটি প্রধান অ্যান্ড্রয়েড আপডেট এবং চারটি সিকিউরিটি আপডেট প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে।

ফ্লিপকার্টের মাইক্রোসাইটটি এই নতুন Galaxy F-সিরিজের ফোনে ব্যবহৃত চিপসেটটির নাম প্রকাশ করেনি, তবে এটি জানায় যে প্রসেসরটি একটি ৫ ন্যানোমিটার নোডের ওপর ভিত্তি করে নির্মিত। এর আগে সূত্র মারফৎ জানা গিয়েছিল যে, Galaxy F14 5G-তে দুটি এআরএম কর্টেক্স-এ৭৮ কোর এবং ছয়টি এআরএম কর্টেক্স-এ৫৫ কোর দ্বারা গঠিত স্যামসাংয়ের ইন-হাউস এক্সিনস ১৩৩০ অক্টা-কোর চিপসেটটি ব্যবহার করা হবে।

এছাড়াও শোনা যাচ্ছে, Galaxy F14 5G-তে ফুল এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির এলসিডি স্ক্রিন থাকবে। আর ফটোগ্রাফির জন্য, ডিভাইসটির পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সামনে একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে।

নিরাপত্তার জন্য, ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy F14 5G শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।