Rishabh Pant: ব্যাট হাতে যেন তান্ডব ঋষভের, নিখুঁত ইনিংসে ভেঙে গুঁড়িয়ে দিলেন একের কর এক রেকর্ড

একজন যোগ্য খেলোয়াড় সমস্যার মধ্যে নিজেকে হারিয়ে না ফেলে ঘুরে দাঁড়িয়ে লড়াই করে আবার নিজেকে প্রমাণ করেন। ক্রিকেটের মঞ্চেও এইরকম ছবি‌ বারবার ধরা পড়েছে। তবে চলমান আইপিএলে (IPL 2024) ঋষভ পান্থে (Reshab Pant) ফিরে আসা এক অন্যরকম রূপকথার জন্ম দিয়েছে। ব্যাট হাতে তার রাজকীয় গর্জন এটাই জানান দিচ্ছে তিনি বিশ্বকাপের আগে সম্পূর্ণ প্রস্তুত। ফলে এই বছর আইপিএলে ঋষভ পান্থ এখনও পর্যন্ত কতটা প্রভাব ফেলেছেন এবার দেখে নেওয়া যাক।

২০২২ সালের ডিসেম্বর মাসে ভারতীয় তারকা ব্যাটসম্যান ঋষভ পান্থ একটি ভয়াবহ পথ দুর্ঘটনার সম্মুখীন হন। ফলে তাকে দীর্ঘদিন ধরে মাঠে ফিরে আসার জন্য লড়াই করতে হয়। তবে এই ভারতীয় ব্যাটসম্যান সহজে হাল ছেড়ে দেননি। নিজেকে বিভিন্ন কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রস্তুত করেছেন। এরপর চলমান আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক হিসাবে আবার ফিরে এসে ঋষভ পান্থ ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছেন। গতকাল আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাট করতে নেমে তিনি একাই স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।

পান্থের বিধ্বংসী ব্যাটিংয়ে ৪৩ বলে ৫ টি চার এবং ৮ টি ছয়ের মাধ্যমে মোট ৮৮ রান আসে। এর ফলে তিনি এখনও পর্যন্ত এই আইপিএলে ৯ ম্যাচে মোট ৩৪২ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকার তৃতীয় স্থানে আছেন। এছাড়াও পান্থ চলমান টুর্নামেন্টে দিল্লির হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। তিনি এখনও পর্যন্ত উইকেটকিপার হিসাবেও চলমান টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন। অধিনায়ক হিসাবেও সবচেয়ে বেশি ছয় এবং সেরা স্ট্রাইক রেট তার দখলে আছে।

এর সঙ্গেই এই বছর আইপিএলে এখনও পর্যন্ত একমাত্র অধিনায়ক এবং উইকেটকিপার হিসাবে ঋষভ পান্থ দুবার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। তাই চলমান আইপিএলে যুগ্মভাবে সবচেয়ে বেশিবার ম্যাচের সেরা হওয়ার পুরস্কার তার দখলে আছে। অন্যদিকে এই দুরন্ত পারফরমেন্সের জন্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে সম্ভবত ঋষভ পান্থ জায়গা করে নেবেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসেও তিনি একইরকমভাবে পারফরম্যান্স করবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।