Samsung galaxy f15 5g receives may 2024 security update in india

হ্যাকারদের থেকে বাঁচাতে Samsung-এর ফোনে এল জরুরী আপডেট, আপনি পেয়েছেন

Samsung Galaxy F15 5G গত মার্চে লঞ্চ হয়েছিল। এটি সংস্থার প্রথম সস্তা স্মার্টফোন, যা One UI 6.1 কাস্টম স্কিনের সঙ্গে বাজারে এসেছিল। সংস্থা ফোনটি মার্চ 2024 সিকিউরিটি প্যাচ সহ রিলিজ করেছিল। আবার লঞ্চের পরের মাস অর্থাৎ এপ্রিলে ফোনটিতে প্রথম সফটওয়্যার আপডেট রোলআউট হয়। যা এপ্রিল 2024-এর সিকিউরিটি প্যাচ নিয়ে এসেছিল।

Samsung Galaxy F15 5G ভারতে নতুন আপডেট পেল

এবার Samsung Galaxy F15 5G তার দ্বিতীয় সফটওয়্যার আপডেট পেয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এটি মে 2024-এর সিকিউরিটি প্যাচ নিয়ে এসেছে, যা চল্লিশের বেশি নিরাপত্তাজনিত সমস্যার সমাধান করবে। আপডেটটির ফার্মওয়্যার ভার্সন E156BXXS2AXE1 ও এটি বর্তমানে ভারতে লাইভ রয়েছে। জানিয়ে রাখি, এই একটি দেশেই Samsung Galaxy F15 5G লঞ্চ হয়েছে।

যদি আপনি নতুন Samsung ফোন ব্যবহার করেন, তাহলে আপডেট এসছে কীনা জানতে সেটিংসে গিয়ে সফটওয়্যার আপডেট, তারপর ডাউনলোড ও ইন্সটল সিলেক্ট করতে হবে। Samsung Galaxy F15 5G ধাপে ধাপে মে’র আপডেট পাবে। ফলে সব ইউজার একসাথে এটি পাবেন না। উল্লেখ্য, ফোনটি চারটি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড পাবে বলে নিশ্চিত করা হয়েছে।

স্পেসিফিকেশনের কথা বললে, এই ফোনে ৯০ হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে, ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর, সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ, ৫০+৫+২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ও ২৫ ওয়াট চার্জিং সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ফোনটির দাম ১২,৯৯৯ টাকা থেকে শুরু।