samsung galaxy f34 5g best selling phone with 6000mah battery price cut 6000 rs

৬,০০০ টাকা ছাড়ে মিলছে Samsung-এর এই বেস্ট সেলার ফোন, চার্জ শেষই হবেনা

আবারও স্যামসাংয়ের ফোনে একটি দুর্দান্ত অফার মিলছে, যার কথা জানলে আপনার মুখে হাসি ফুটতে বাধ্য! আসলে এখন ফ্লিপকার্ট বিগ বাচত্ ডেজ সেলে বাজেট সেগমেন্টের অন্যতম সেরা স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি, সরাসরি ৬ হাজার টাকা ছাড়ে উপলব্ধ হয়েছে – আর এই মোবাইল ফোনে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৬,০০০ এমএএইচ ব্যাটারির মতো ফিচার আছে। সেক্ষেত্রে আপনার যদি এই মুহূর্তে খুব কম দামে ভালো একটি ফোন কেনার থাকে, তাহলে আসুন স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি-র বিষয়ে বিস্তারিত জেনে নিই…

হঠাৎই বাম্পার ছাড়ে মিলছে স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি

স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোনটি ৬ জিবি ও ১২৮ জিবি এবং ৮ জিবি ও ১২৮ জিবি – দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। এর মধ্যে বেস ভ্যারিয়েন্টটি ১৮,৯৯৯ টাকায় লঞ্চ হলেও, এখন এটি ফ্লিপকার্টে ৬,০০০ টাকা ডিসকাউন্টে ১২,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। এক্ষেত্রে পেমেন্টের সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ৬৫০ টাকা ছাড় পাওয়া যেতে পারে। এখানেই শেষ নয়, হ্যান্ডসেটটি কেনার সময় পুরোনো ফোন বদলে নিলে ৮,৫০০ টাকা এক্সচেঞ্জ অফার মিলবে (শর্তাবলি প্রযোজ্য)।

স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোনের স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪৬ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৩৪০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশনের সাথে আসে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোম্পানির নিজস্ব অক্টা-কোর এক্সিনস ১২৮০ প্রসেসর, এর সাথে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের অপশন বর্তমান। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য মোবাইল ফোনটিতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৬,০০০ এমএএইচ ব্যাটারি মেলে। আবার ফটোগ্রাফির জন্য এটি অফার করে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

প্রসঙ্গত, এই স্যামসাং ফোনে ৪ বছরের ওএস আপডেট এবং ৫ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে কোম্পানি আগেই ঘোষণা করেছে। আপনি এটির মিস্টিক গ্রিন, ইলেকট্রিক ব্ল্যাক এবং অর্কিড ভায়োলেট – তিনটি কালার অপশন পাবেন।